<p>বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে চলে গেলেও তাদের এজেন্টরা এ দেশে রয়ে গেছে। তারা মাঝেমধ্যে মাথাচাড়া দিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। শুধু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করলেই হবে না, আগে তাদের বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকার বিদায়ের ১৫ দিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু সেটি রাখতে পারেনি।</p> <p>গতকাল শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় আশুলিয়া থানা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ফারুক এসব কথা বলেন। তিনি আরো বলেন, একটি দলকে শুধু নিষিদ্ধ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। আগে তাদের বিচার করতে হবে। তারপর কী পদক্ষেপ নেওয়া দরকার, সেটি জনগণের ইচ্ছার ওপর নির্ভর করবে। দেশে জনগণের ইচ্ছা কিভাবে প্রতিফলিত হবে, সেটার সমাধানও রাজনীতিবিদরাই দেবেন।</p> <p>মতবিনিমিয়সভা শেষে জয়নুল আবদিন ফারুক একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন।</p>