<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, পলাতক প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে। কিন্তু কোনো ষড়যন্ত্র টিকবে না। কারণ জাতি এবার সম্মিলিতভাবে এদের বিরুদ্ধে লড়াই করছে। আওয়ামী লীগ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করত। দেশে এখন আর কেউ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারবে না। সংখ্যালঘুদের ভয়ের কোনো কারণ নেই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র রুখে দাও</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক আলোচনাসভায় নিতাই রায় এসব কথা বলেন। ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে। সভায় বক্তব্য দেন গণফোরামের সহসভাপতি সুব্রত চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম কাগজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, ফ্রন্টের উপদেষ্টা অমলেন্দু দাস অপু, ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত ও উপদেষ্টা তপন চন্দ্র মজুমদার, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সভায় নিতাই রায় আরো বলেন, পরাজিত শক্তি ফিরে আসতে পারবে না। তারা যদি ফিরে আসত তাহলে হিটলার ফিরে আসত, নমরুদ ফিরে আসত, চেঙ্গিস খান ফিরে আসত। আইয়ুব খান, টিক্কা খান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এরা ফিরে আসত।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাম্প্রদায়িক হামলার প্রতিটি ঘটনায় মামলা করার আহবান জানান সুব্রত চৌধুরী। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজ দেশ গড়ার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অনেক দাবি হয়তো এই সরকার পূরণ করবে, বাকি দাবিগুলো আগামী দিনে রাজনৈতিক সরকার পূরণ করবে। এর মধ্যে অর্পিত সম্পত্তির প্রত্যাবর্তন আইনের প্রতিকার পেতে হিন্দুসহ বিচারপ্রার্থীরা বাধা পাচ্ছে। আইনটি যে বিবেচনায় করা হয়েছে, সে বিবেচনা এখন মাঠে মারা যাচ্ছে। সুতরাং আমরা এখন সরকারের কাছে দাবি করব, ১৯৬২ সালের যে আইন এখন পর্যন্ত এটার দ্বারা বাংলাদেশের মানুষ বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কোনো কোনো ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের ভেতর মামলা-মোকদ্দমার হাত থেকে আমরা মুক্তি চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>