<p>ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান এবং সাবেক পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়াসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।</p> <p>গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) গভীর রাতে ও আজ বুধবার (২০ নভেম্বর) ভোরে নিজ নিজ বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।</p> <p>গ্রেপ্তারকৃত ৭ জন হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জামান জনি, যুবলীগ নেতা জহিরুল ইসলাম ভুইয়া, চাঁন মিয়া, আনিস উদ্দিন ও গাঙাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম নাঈম।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পরিষ্কার বোঝা যাচ্ছে বিএনপি সরকার গঠন করবে : আবুল কালাম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732077656-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পরিষ্কার বোঝা যাচ্ছে বিএনপি সরকার গঠন করবে : আবুল কালাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448641" target="_blank"> </a></div> </div> <p>নান্দাইল থানার ওসি ফরিদ উদ্দিন জানান, ময়মনসিংহ কোতয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। তাদের পক্ষ থেকে শুধুমাত্র সহযোগিতা করা হয়েছে।</p> <p>গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহ শহরে বিএনপির অফিস ভাঙচুরের ঘটনার মামলায় গ্রেপ্তার দেখানো দেখানো হবে বলে জানান ময়মনসিংহ কোতওয়ালি থানার ওসি মো. শফিকুল ইসলাম।</p>