<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক মন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সব দিন তো এক রকম যায় না। এই দিন, দিন না; সামনে ভালো দিন আসবে। গতকাল আদালতে রিমান্ড শুনানির এক পর্যায়ে সাবেক এই মন্ত্রী এমন মন্তব্য করেন। কামরুল ইসলাম আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিউ মার্কেট এলাকা আমার অধীনে না। ওই এলাকার এমপি আমি নিজেও না। এই মামলায় আমাকে ৫৬ নাম্বার আসামি করা হয়েছে। আমার নামটি হয়তো শেষ মুহূর্তে ভুলে এজাহারে লিখে দেওয়া হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল সকাল ৯টার দিকে কামরুলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এরপর পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ড শুনানি শুরু হয়। তখন তাঁর ছেলে ডা. তানজির ইসলাম অদিতকে আদালতের এজলাসকক্ষের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদিকে<strong> </strong>রিমান্ড শুনানিতে কামরুল ইসলামের সঙ্গে কুশল বিনিময়ের জেরে ঢাকা মহানগর আদালতের নাজির শাহ মো. মামুনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় অবস্থিত এই কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। </span></span></span></span></span></p>