<p>দৃষ্টিশক্তিতে প্রতিবন্ধকতা আছে। তবে স্বপ্নের তো আর কোনো প্রতিবন্ধকতা নেই। দেশের জার্সিতে বিশ্বজয়ের স্বপ্ন দেখেন কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের সন্তান আরিফ উল্লাহ। পাকিস্তানে অনুষ্ঠেয় আসন্ন ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন তিনি। সদ্যোঘোষিত ১৫ সদস্যের এই স্বপ্নযাত্রায় সঙ্গী হচ্ছেন তারই গ্রামের তানজিলুর রহমান।</p> <p>আরিফ উল্লাহ দীর্ঘদিন ধরে বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট দলে খেলে আসছেন। কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের জুলেখারপাড়া গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল ইসলামের কনিষ্ঠ সন্তান তিনি। একই গ্রামের তানজিলুর রহমান পেশায় শিক্ষক আর ক্রিকেট মাঠে কুশলী অলরাউন্ডার।</p> <p>আগামী ২৩ নভেম্বর শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে আরিফদের মাঠের লড়াই। অভিজ্ঞতায় কোনো কমতি নেই। বাংলাদেশের জার্সি গায়ে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডে বিভিন্ন সিরিজসহ তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তাদের।</p> <p>‘স্পেশাল টাইগারদের’ নতুন অধিনায়ক আরিফ নিজের স্বপ্নের কথা বলেছেন, ‘অধিনায়ক হওয়ার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। আসন্ন বিশ্বকাপে আমি এই দায়িত্ব দারুণভাবে উপভোগ করব। আমাদের দলে কয়েকজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। কয়েক বছর ধরে আমরা দুর্দান্ত পারফরম করছি, এখন সেরাদের সঙ্গেও আমরা লড়াই করতে পারি।’</p> <p>তার আশা, ‘গত বিশ্বকাপে দুর্ভাগ্যজনকভাবে শক্তিশালী ভারতের কাছে হেরে আমরা রানার্স আপ হয়েছিলাম। এবার আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য ট্রফি অর্জন।</p> <p>এ জন্য দেশ ও জেলাবাসীর কাছে দোয়া চাই।’ জীবনসংগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধীদের অনুপ্রেরণা জোগাতে ১৯২২ সালে অস্ট্রেলিয়ায় ব্লাইন্ড ক্রিকেটের যাত্রা শুরু হয়।</p>