সুরের অনুরাগীদের অনেকেই হাজির হয়েছিলেন রাজধানীর ধানমণ্ডির ছায়ানটের সংগীত আয়োজনে। হেমন্তের সন্ধ্যার অবকাশে তারা শুনেছেন শিকড়ের কথা স্মরণ করিয়ে দেওয়া গান। মৃত্তিকাসংলগ্ন সুরের স্রোতধারায় প্লাবিত হয়েছে শ্রোতার অন্তর। নাগরিক জীবনের ক্লান্তি ভালোলাগায় ভরে গেছে মন।
ছায়ানটে লোকগানের সংগীত আয়োজন
- ♦ সংগীত-গুণী তপন মজুমদারকে উৎসর্গ করা হয় এই লোক সংগীতানুষ্ঠানটি ♦ প্রখ্যাত পাঁচ লোককবির গীতবাণীতে সজ্জিত ছিল এই গানের আসর
নিজস্ব প্রতিবেদক

গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে হৃদয় রাঙানিয়া এই লোকসংগীতের আসর।
সংগীত-গুণী তপন মজুমদারকে উৎসর্গ করা হয় এই লোক সংগীতানুষ্ঠানটি। প্রখ্যাত পাঁচ লোককবির গীতবাণীতে সজ্জিত ছিল এই গানের আসর। এই পাঁচ লোককবি হলেন—রশীদ উদ্দিন, কানাইলাল শীল, আব্দুল খালেক দেওয়ান, মোমতাজ আলী খান ও আব্দুল লতিফ।
ছায়ানটের যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়ের সংক্ষিপ্ত কথনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মতিউর রহমান বকুলের গাওয়া গানের আশ্রয়ে এগিয়ে চলে পরিবেশনা পর্ব। নিরবধি বয়ে চলা নদীর প্রতি অনুরাগের প্রকাশে গেয়ে শোনান—সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই/বল আমারে তোর কি রে আর/কূল-কিনারা নাই...। অনেকটা অভিন্ন প্রকাশে জোনাকী রাণী শীল শুনিয়েছেন—অকুল গাঙে ভাটির তরী কে যাও তুমি বাইয়া ...।
একক কণ্ঠের পরিবেশনার পর অনেক কণ্ঠ মিলে যায় এক স্বরে। আসন্ন শীতের আবাহনে সকলে মিলে গেয়ে শোনান ‘পৌষে বাও পাহাড়ি’। পার্থিব জগতের মোহমায়ার বারতায় স্বপ্না রায় শুনিয়েছেন—এই যে দুনিয়া কিসেরও লাগিয়া/এত যত্নে গড়াইয়াছেন সাঁই ... । সঞ্চিতা বর্মণ পরিবেশিত গানের শিরোনাম ছিল—‘আমায় খুন কইরাছে’।
কণ্ঠশিল্পীদের সঙ্গে যন্ত্রসংগীতে তবলায় বোল তুলেছেন অজয় দাস ও স্বরূপ হোসেন। বাঁশিতে সুর ছড়িয়েছেন মো. মামুনুর রশীদ। দোতারা ও মন্দিরার বাদনে ছিলেন রকন বুসার রায় ও প্রদীপ কুমার রায়। ঢোল বাজিয়েছেন দশরথ রায়। কিবোর্ডে সুর তুলেছেন রবিন্স চৌধুরী।
সম্পর্কিত খবর

আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৭.৮ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩২.৯ ডিগ্রি সে.। রাজশাহী ৩৮.৪ ডিগ্রি সে.। রংপুর ৩৩.৮ ডিগ্রি সে.।
গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৫.৪ ডিগ্রি সে.।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মৌলভীবাজার, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সূত্র : আবহাওয়া অধিদপ্তর

চীন সফর শেষে ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরেন


নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে মায়ানমারের ভেতর স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪২) নামে এক বাংলাদেশির পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চাকঢালা সীমান্তের ৪৪ নম্বর পিলারের শূন্য লাইনে পণ্য চোরাচালানের সময় ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি হচ্ছেন চাকঢালা সদর ইউনিয়নের চেরারমাঠ এলাকার মৃত আফজালের ছেলে মোহাম্মদ সালাম (৪২)। স্থানীয় লোকজন জানায়, দীর্ঘদিন ধরে মায়ানমার সীমান্তে বাংলাদেশের পণ্য পাচারকাজে জড়িত ছিলেন তিনি।

সংক্ষিপ্ত
ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী দেখতে চাই : সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।’ সারজিস আরো বলেন, ‘চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আজ (শনিবার) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে।