<p>ফরিদপুরে রাব্বী হাসান ওরফে বাপী (৩০) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশের তিন কর্মকর্তা। এ সময় আসামির স্বজনরা দুই পুলিশ সদস্যকে হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে।</p> <p>বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডের আসামির বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।</p> <p>পুলিশ জানিয়েছে, তাদের ওপর হামলা হলেও আসামি রাব্বী হাসান ওরফে বাপীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারা। রাব্বী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।</p> <p>হামলায় আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক ফাহিম ফয়সাল ও সহকারী উপপরিদর্শক কর্ণ কুমার হালদার।</p> <p>পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকদ্রব্য মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাব্বী হাসানকে ধরতে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ফাহিম ফয়সাল এবং দুই উপপরিদর্শক কর্ণ কুমার ও সেলিমুজ্জামান গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডে তার (আসামি) বাসায় যায়।</p> <p>রাব্বীর বাসায় গিয়ে তারা তাকে আটক করেন। আসামিকে নিয়ে আসার সময় পুলিশ সদস্যরা প্রতিরোধের মুখে পড়েন। এ সময় রাব্বীকে ছিনিয়ে নিতে প্রতিবেশী শেখ রুস্তম (৩০) এসআই ফাহিমের বাঁ চোখে ঘুষি মারেন। এতে তিনি আহত হন। এ সময় আসামি রাব্বী হাসান এএসআই কর্ণ কুমারকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি জখম হন। এসআই ফাহিম ও এএসআই কর্ণ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।</p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, রাব্বীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ছাড়া যে ব্যক্তি ( রুস্তম) এসআই ফাহিমকে ঘুষি মেরেছেন, তাকেও আটক করা হয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে রাব্বী ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। </p>