উ. কোরিয়ায় সিংহ-ভালুকসহ নানা প্রাণী পাঠালেন পুতিন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
উ. কোরিয়ায় সিংহ-ভালুকসহ নানা প্রাণী পাঠালেন পুতিন
ছবিসূত্র : রাশিয়ান প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার প্রধান চিড়িয়াখানার জন্য একটি সিংহ এবং দুটি বাদামি ভালুকসহ ৭০টিরও বেশি প্রাণী উপহার হিসেবে পাঠিয়েছেন। মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের আরেকটি নিদর্শন এটি।

পুতিনের পরিবেশমন্ত্রী আলেকজান্ডার কোজলভ একটি কার্গো বিমানে করে উত্তর কোরিয়ার রাজধানীতে প্রাণীগুলো পৌঁছে দেন। কোজলভের অফিস গতকাল বুধবার তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ খবর জানিয়েছে।

আরো পড়ুন
ইতালিতে মার্কিনিদের নামমাত্র মূল্যে বাড়ি কেনার সুযোগ

ইতালিতে মার্কিনদের নামমাত্র মূল্যে বাড়ি কেনার সুযোগ

 

কোজলভের কার্যালয় জানিয়েছে, ‘মস্কো থেকে পাঠানো পশুর চালানে দুটি ইয়াক, পাঁচটি কাকাতুয়া এবং বেশ কয়েবটি মথুরা বা ফেজান্ট, পাশাপাশি ম্যান্ডারিন হাঁসও অন্তর্ভুক্ত ছিল।’

রাশিয়ায় উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা অবস্থান করছে বলে মার্কিন ও দক্ষিণ কোরিয়া দাবি করেছে, এর পরেই রাশিয়া উত্তর কোরিয়ায় এমন উপহার পাঠাল।

পিয়ংইয়ংয়ে থাকাকালীন রাশিয়ার পরিবেশমন্ত্রী কিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে এটিই প্রথম নয় যে রাশিয়া উত্তর কোরিয়ায় প্রাণী পাঠিয়েছে।

এই বছরের শুরুতে পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ২৪টি ঘোড়া উপহার দিয়েছিলেন। উত্তর কোরিয়ার দেওয়া আর্টিলারি শেলগুলোর জন্য ধন্যবাদ হিসেবে এই উপহার পাঠায় রাশিয়া।

উভয় দেশ পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে পুতিন এবং কিম তাদের জোটকে আরো শক্তিশালী করেছে। গত জুন মাসে পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন।

ওই সফরে পুতিন কিমকে রাশিয়ার তৈরি অরাস লিমুজিন, চা পানের সেট এবং শিল্পকর্ম উপহার দিয়েছিলেন।

সূত্র : বিবিসি

মন্তব্য

সম্পর্কিত খবর

মার্কিন ‌উস্কানি সহ্য করা হবে না: উ.কোরিয়া

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মার্কিন ‌উস্কানি সহ্য করা হবে না: উ.কোরিয়া
ছবিসূত্র : এএফপি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সাম্প্রতিক এক মন্তব্যের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। আজ সোমবার উত্তর কোরিয়া মার্কো রুবিও’র উত্তর কোরিয়াকে ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ মন্তব্যের কঠোর সমালোচনা করেছে এবং সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শীর্ষ মার্কিন কূটনীতিকের করা মন্তব্যকে ‘অযৌক্তিক’ কথা বলে উড়িয়ে দিয়েছে। নতুন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের প্রথম প্রকাশ্যে নিন্দা জানিয়ে। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতি অনুসারে, দেশটির একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘আমরা কখনই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উস্কানি সহ্য করব না... তবে যথারীতি কঠোর পাল্টা ব্যবস্থা নেব।

’ 

সাম্প্রতিক এক রেডিও সাক্ষাৎকারে রুবিও উত্তর কোরিয়া এবং ইরানকে ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, পররাষ্ট্র নীতিগত সিদ্ধান্ত নেওয়ার সময় ‘আপনাকে মোকাবিলা করতে হবে’।

আরো পড়ুন
সিরিয়ায় গাড়িতে বোমা বিস্ফোরণে ১৫ কৃষক নিহত, বেশিরভাগই নারী

সিরিয়ায় গাড়িতে বোমা বিস্ফোরণে ১৫ কৃষক নিহত, বেশিরভাগই নারী

 

উত্তর কোরিয়ার সরকারি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডিপিআরকে-কে  ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ বলে অভিহিত করে অর্থহীন উক্তি করেছেন। ‘ডিপিআরকে-এর পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈরী মন্তব্যকে একটি সার্বভৌম রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার এক গুরুতর রাজনৈতিক উস্কানি বলে মনে করেন।

কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে বিশ্ব থেকে ব্যাপকভাবে বিচ্ছিন্ন এবং নিষেধাজ্ঞার কবলে থাকা উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।  ট্রাম্প, তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে বিরল ধারাবাহিক বৈঠক করেছিলেন, জানুয়ারিতে কিমকে ‘বুদ্ধিমান লোক’ বলে অভিহিত করে বলেছিলেন, তিনি আবারও উত্তর কোরিয়ার নেতার সঙ্গে যোগাযোগ করবেন।

আরো পড়ুন
কুম্ভমেলায় মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগ, সংসদে বিরোধীদের বিক্ষোভ

কুম্ভমেলায় মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগ, সংসদে বিরোধীদের বিক্ষোভ

 

নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিনিময়ে পিয়ংইয়ং কী ত্যাগ করতে ইচ্ছুক তা নিয়ে আলোচনার কারণে ২০১৯ সালে হ্যানয়ে উভয়ের মধ্যে একটি শীর্ষ সম্মেলন ভেঙে যায়। গত সপ্তাহে ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও উত্তর কোরিয়া বলেছিল, তার পারমাণবিক কর্মসূচি ‘অনির্দিষ্টকালের জন্য’ অব্যাহত থাকবে।

সূত্র : এএফপি

মন্তব্য

সিরিয়ায় গাড়িতে বোমা বিস্ফোরণে ১৫ কৃষক নিহত, বেশিরভাগই নারী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সিরিয়ায় গাড়িতে বোমা বিস্ফোরণে ১৫ কৃষক নিহত, বেশিরভাগই নারী
ছবিসূত্র : এএফপি

সিরিয়ায় গাড়ি বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ উত্তরাঞ্চলীয় শহর মানবিজে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই নারী কৃষি শ্রমিক। ওই এলকায় কুর্দি বাহিনী তুরস্ক-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

হোয়াইট হেলমেট উদ্ধারকারীদের উদ্ধৃতি দিয়ে সানা সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় একটি রাস্তায় ‘গণহত্যা’ হয়েছে। কৃষি শ্রমিক পরিবহনকারী একটি গাড়ির কাছে বোমা বিস্ফোরণে ১৪ জন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন।

আরো পড়ুন
কুম্ভমেলায় মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগ, সংসদে বিরোধীদের বিক্ষোভ

কুম্ভমেলায় মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগ, সংসদে বিরোধীদের বিক্ষোভ

 

সানা আরো জানিয়েছে, এই হামলায় ১৫ জন নারী আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

তাৎক্ষণিকভাবে কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তিন দিনের মধ্যে মানবিজ এলাকায় এটি ছিল দ্বিতীয় মারাত্মক গাড়ি বোমা হামলা।

এর আগে গত শনিবার শহরের কেন্দ্রস্থলে একটি রাস্তায় বিস্ফোরণে চারজন নিহতের মধ্যে দুই শিশু এবং একজন নারী ছিলেন বলে হোয়াইট হেলমেটস জানিয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বরে ইসলামপন্থী-নেতৃত্বাধীন বিদ্রোহীরা স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করে।

সূত্র : এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

কুম্ভমেলায় মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগ, সংসদে বিরোধীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কুম্ভমেলায় মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগ, সংসদে বিরোধীদের বিক্ষোভ
ছবিসূত্র: এএফপি

যোগী সরকার জানিয়েছে, কুম্ভমেলায় পদপিষ্ট হওয়ার ঘটনায় ৩০ জন মারা গেছেন। বিরোধীদের অভিযোগ, সত্য গোপন করা হচ্ছে। সোমবার কুম্ভমেলা নিয়ে বিরোধী দলের সাংসদরা লোকসভায় ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন। কংগ্রেস, সমাজবাদী পার্টিসহ বিরোধী সাংসদদের অভিযোগ, কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে সরকার সত্য গোপন করছে।

 

২৯ জানুয়ারি  কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে ৩০ জন মারা গেছেন বলে সরকার জানায়। কিন্তু বিরোধীদের অভিযোগ, আরো অনেক বেশি মানুষ মারা গেছেন। সরকার সেটা গোপন করতে চায়। প্রথমে তো সরকারের তরফ থেকে মৃত্যুর কথা জানানোই হয়নি বলে তারা অভিযোগ করেছেন।

গত বুধবার যোগী আদিত্যনাথ এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

কী হয়েছে লোকসভায়?

সোমবার লোকসভা শুরু হওয়ার পরই বিরোধী সংসদ সদস্যরা, বিশেষ করে উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা ওয়েলে নেমে বলতে থাকেন, সরকারকে কুম্ভমেলা নিয়ে জবাব দিতে হবে। সংসদীয়মন্ত্রী কিরণ রিজিজু এবং স্পিকার ওম বিড়লা বারবার সংসদ সদস্যদের নিজেদের জায়গায় গিয়ে বসতে বলেন। শান্ত হওয়ার অনুরোধ জানান।

কিন্তু তাতে লাভ হয়নি। 

স্পিকার ওম বিড়লা একবার আসাম থেকে নির্বাচিত কংগ্রেস সংসদ সদস্য প্রদ্যোৎ বড়দলুইকে বলেন, ‘মানুষ আপনাদের পার্লামেন্টে প্রশ্ন করতে পাঠিয়েছে, টেবিল ভাঙার জন্য পাঠায়নি। আপনি যদি সেটাই করতে চান, তাহলে আরো জোরে টেবিলে আঘাত করন। ভেঙে ফেলুন।’

আরো পড়ুন
নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্ত করছে ইসরায়েলের পুলিশ

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্ত করছে ইসরায়েলের পুলিশ

 


স্পিকার এরপর বিজেপি সংসদ সদস্যকে প্রশ্ন করার অনুমতি দেন।

প্রবল হইচই ও স্লোগানের মধ্যে সভার কাজ চলতে থাকে।

কংগ্রেসের বক্তব্য

প্রধান বিরোধী দল কংগ্রেসের সাংসদ মানিকরাম ঠাকুর জানিয়েছেন, বিরোধীরা লোকসভায় মহা কুম্ভমেলার ঘটনা নিয়ে আলোচনা করতে চেয়েছিল। কিন্তু সরকার রাজি হয়নি। তাই তারা প্রতিবাদ জানিয়েছেন।
 

মন্তব্য

স্বামীর কিডনি বিক্রি করে অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
স্বামীর কিডনি বিক্রি করে অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী
সংগৃহীত ছবি

সংসারের অভাব-অনটন ঘোচাতে স্বামীকে কিডনি বিক্রি করার পরামর্শ দিয়েছিলেন স্ত্রী। স্ত্রীর পরামর্শে সেই কাজই করেন যুবক। পরে সেই টাকাই হাতিয়ে নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন ওই যুবকের স্ত্রী।খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।

এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার সাঁকরাইলের ধুলাগড়ির হাটতলা এলাকায়। স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পিন্টু বেজ নামে ৩৯ বছরের যুবক। 

তার অভিযোগ, ভবিষ্যতে নিজেদের নাবালিকা মেয়ের পড়াশুনা ও বিয়ের জন্য বারবার বলে স্বামীকে একটা কিডনি বেচতে অনুরোধ করেন স্ত্রী সুপর্ণা বেজ। স্ত্রীর এমন অনুরোধের পর স্বামী কিডনি বিক্রি করতে রাজি হয়।

এক বছরের চেষ্টার পর তিন মাস আগে একজন ‘ক্রেতা’ খুঁজে পান তারা। ১০ লাখ রুপির বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন স্বামী। 

তিনি আশা করেছিলেন, এতে পরিবারের দারিদ্র্য কিছুটা হলেও কমবে এবং মেয়ের বিয়ের ব্যবস্থা সহজ হবে। কিন্তু স্বামীর কিডনি বিক্রির পর ফেসবুকে সম্পর্কে জড়িয়ে পড়া এক ব্যক্তির সঙ্গে ১০ লাখ রুপি নিয়ে পালিয়ে যান ওই স্ত্রী।

 

তবে পিন্টু বেজ তার স্ত্রীর নিখোঁজ হওয়ার ডায়েরি করেন এবং তারপর স্ত্রীকে খুঁজে পেতে হাইকোর্টে মামলা করেন। তবে তদন্তকারীদের কাছে ওই নারী লিখিতভাবে জানিয়েছেন যে, তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন। তার প্রেমিক এবং তিনি এখন স্বামী–স্ত্রীর মতো থাকছেন, কেউ তাকে জোর করে কিছু করায়নি। 

এরপর  স্ত্রীর কাছ থেকে নিজের টাকা পয়সা আদায় করতে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি।  তবে এই ঘটনায় আইনজীবীদের বক্তব্য, গোটা ঘটনায় কিডনি বেচে টাকা পাওয়ার বিষয়টি সামনে এসেছে, যা আইনত দণ্ডনীয় এবং সে ক্ষেত্রে ৩৯ বছরের ওই ব্যক্তি বেআইনি কাজের অভিযোগে অভিযুক্ত হবেন।

 

তবে আইনজীবীদের অন্য একটি অংশের অভিমত, মামলাকারীকে প্রথম থেকে ভুল বুঝিয়েছিলেন তার স্ত্রী। সুতরাং এখানে স্ত্রীর বিরুদ্ধে মামলা করা ওই ব্যক্তিকে ঘটনার শিকার বলে ধরে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

তবে ১৬ বছরের দাম্পত্য জীবনে স্ত্রী এইভাবে বিশ্বাসঘাতকতা করায় যথারীতি পিন্টু মানসিকভাবে ভেঙে পড়েছেন। দুজনে প্রেম করেই বিয়ে করেছিলেন। পিন্টু বাবু একটি কারখানায় কাজ করতেন। সেই টাকায় কোনোমতে সংসার চলছিল । এই মধ্যেই স্ত্রী সুপর্ণা ফেসবুকের মাধ্যমে প্রেমে পড়েন ব্যারাকপুরের সুভাষ কলোনির বাসিন্দা এক যুবকের। পেশায় রং মিস্ত্রি । 

আরো পড়ুন
এলাকা ছেড়ে পালিয়েও রক্ষা পেলেন না জাকির

এলাকা ছেড়ে পালিয়েও রক্ষা পেলেন না জাকির

গত শুক্রবার পিন্টু বাবু তার মা কল্পনা বেজ ১২ বছরের মেয়ে কে নিয়ে ব্যারাকপুরের সুভাষ কলোনিতে স্ত্রীকে আনতে যান। স্ত্রী আসবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। টাকা প্রসঙ্গ তোলায় তার প্রেমিক জানান, আইনের মাধ্যমে যা হওয়ার হবে। পরে খালি হাতেই ফিরতে হয় পিন্টু বেজকে। এখন তিনি বুঝতে পারেন কিডনি বিক্রির জন্য তার স্ত্রী প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করেই এই কাজ করেছেন। 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ