<p>খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে যাওয়ার প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করল উয়েফা। ঘটনাটি ঘটেছে নেশন্স লিগের ‘সি’ লিগের দুই নম্বর গ্রুপের রোমানিয়া ও কসোভো ম্যাচে। </p> <p>বুখারেস্টে গত শুক্রবার রোমানিয়া ও কসোভোর মধ্যকার খেলা যোগ করা সময়ে চলছিল। এ সময় রোমানিয়ান সমর্থকদের বৈষম্যমূলক আচরণে আর  ধৈর্য ধরে রাখতে পারলেন না কসোভোর ফুটবলাররা। প্রতিবাদে ম্যাচ শেষ না করেই ছাড়লেন মাঠ। এতে রোমানিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করল উয়েফা।</p> <p>রোমানিয়ান সমর্থকরা ম্যাচ চলাকালে সার্বিয়াপন্থী শ্লোগান দেয় বলে অভিযোগ করে কসোভো। প্রতিপক্ষের এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে রোমানিয়া।</p> <p>বৈষম্যমূলক আচরণ ও দলের অশোভন আচরণসহ একাধিক অভিযোগে রোমানিয়াকেও শাস্তি দিয়েছে উয়েফা। রোমানিয়ান ফুটবল ফেডারেশনকে (এফআরএফ) ১ লাখ ২৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।</p> <p>দলের সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের কারণে এফআরএফকে ঘরের মাঠের পরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।</p> <p>অসদাচরণের দায়ে কসোভোর ফুটবল ফেডারেশনকে ৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।</p>