<p>খুলনায় যাত্রীবেশে পুলিশ পরিচয়ে ইজি বাইক ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার হয়েছেন আব্দুল্লাহ (৩০) নামের এক যুবক। পরে আহতাবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।</p> <p>অভিযুক্ত আব্দুল্লাহ ঢাকার শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকার বাসিন্দা। বর্তমানে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।</p> <p>ইজি বাইক চালক মোহাম্মদ রাসেল মল্লিকের বাড়ি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শুক্রবার রাতে তিনি কেএমপির সোনাডাঙ্গা মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খুনি হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন : এ্যানি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731934874-56fbffa13184a96af0db26a44291cdaf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খুনি হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন : এ্যানি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/18/1448063" target="_blank"> </a></div> </div> <p>ইজি বাইকচালক জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে যাত্রী নিয়ে বয়রার দিকে যাচ্ছিলেন। নগরীর সোনাডাঙ্গার ডায়াবেটিক হাসপাতাল পার হয়ে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (মন্নুজান স্কুল) সামনে গেলে যাত্রী তাকে পাশের দোকান থেকে সিগারেট আনতে বলেন। এতে তার সন্দেহ হয়। এ সময় তিনি চিৎকার দিয়ে আশপাশের লোকজন জড়ো করলে যাত্রীবেশী ভুয়া পুলিশকে এলাকাবাসী এসে পিটুনি দেয়। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।</p>