<p style="text-align:justify">ঝিনাইদহের বাজারে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। গত এক সপ্তাহ ধরে জেলা সদরসহ অধিকাংশ মুদি দোকান থেকে বোতলজাত এ ভোজ্যতেলটি যেন বাজার থেকে হাওয়া হয়ে গেছে। ফলে বাজারে খোলা সয়াবিন তেল পাওয়া গেলেও দাম নেওয়া হচ্ছে বেশি। এমন অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা। </p> <p style="text-align:justify">বাজার থেকে হাওয়া হয়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা বোতলজাত সয়াবিন তেল কিনতে পারছেন না। অনেক ক্রেতা আবার বাধ্য হয়ে বেশি দামে খোলা সয়াবিন তেল কিনছেন। এতে ক্রেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। শুক্রবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে জেলা শহরের নতুন হাটখোলা বাজারের বিভিন্ন দোকান ঘুরে এ চিত্র দেখা গেছে।</p> <p style="text-align:justify">নতুন হাটখোলা বাজারে তেল কিনতে আসা রিয়াজুল ইসলাম বলেন, ‘কয়েকটি দোকানে গিয়ে বোতলজাত সয়াবিন তেল পাইনি। তাই বাধ্য হয়ে আমি খোলা সয়াবিন তেল কিনেছি। তাও আবার দাম বেশি। এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৯০ টাকা। এখন দেখছি বোতলজাত সয়াবিন তেলের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম আরো বেশি।’</p> <p style="text-align:justify">মুদি দোকানি খলিলুর রহমান বলেন, ‘গত কয়েকদিন ধরে কম্পানির ডিলাররা তেল দিচ্ছে না। তাই আমরা খোলা সয়াবিন তেল বিক্রি করছি।’</p> <p style="text-align:justify">তবে এ ব্যাপারে বাজার সংশ্লিষ্ট কর্মকর্তারা কেউ মন্তব্য করতে রাজি হননি।</p>