<p>খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘দুই হাজার মানুষের আত্মদান, ২০ হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা এক স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। ১৬ বছর যে স্বৈরাচার আমাদের ঘাড়ের ওপর বসে ছিল সে বিদায় হয়েছে। বিদায় হয়েছে বললে ঠিক হবে না। সে তার প্রভুদের কাছে আশ্রয় নিয়েছে। সেখানে বসে সে আমাদের বিরুদ্ধে, দেশ ও জাতির বিরুদ্ধে চক্রান্ত করছেন। আমাদের এদিকে সজাগ থাকতে হবে, প্রতিরোধ করতে হবে।’</p> <p>শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ শহরের জেলা শিল্পকলা মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। </p> <p>তিনি বলেন, ‘আমরা রসুলের আদর্শ অনুযায়ী একটি সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। দেশের কোটি মানুষ চায়, দেশে শান্তি আসুক। সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ হয়ে যাক, স্বৈরাচার দূর হয়ে যাক, তা আমরা সবাই চাই। আমাদের এখন ঐক্যের প্রয়োজন। আমরা চাই, আগামীতে এমন একটি নির্বাচন হোক, যে নির্বাচনে একটি ইসলামী দল দাঁড়াবে। আর বাকিরা তাদের সহযোগিতা করবে, সমর্থন করবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২৭ ডিসেম্বর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729283636-280a6001ab93c8eea794f0fdf899c4ad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২৭ ডিসেম্বর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/last-page/2024/10/19/1436688" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘আমরা চাই, ইসলামের নামে একাধিক বাক্স নয়, একটি বাক্সে সবাই উপনীত হবেন। অনেক ইসলামী দলই এক্ষেত্রে একমত হয়েছেন। এখন এটি বাস্তবায়ন করা বাকি। সামনের দিনে কিভাবে বাস্তবায়ন করব, তা নিয়ে আমরা কাজ করছি। আগামীতে আমরা যদি গণজাগরণ ঘটাতে পারি, তাহলে খেলাফতের আদলে একটি রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নারায়ণগঞ্জে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজড" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731854940-e10f88b46884cf28126ebb0750d11011.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নারায়ণগঞ্জে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজড</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447723" target="_blank"> </a></div> </div> <p>নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, নারায়ণগঞ্জ মহানগরের সহসভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ নেওয়াজ মাহমুদ, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ প্রমুখ।</p>