<p>নওগাঁর নিয়ামতপুরে মাছ ও মাছ মারার সরঞ্জাম লুট এবং পিকআপ ভাঙচুরের অভিযোগে তিন নারীসহ ১৬জনকে আটক করে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পাড়ইল ইউনিয়নের বড়াইল গ্রামে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।</p> <p>এর আগে এদিন সকালে এসব বিষয়ে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন ভুক্তভোগী আনোয়ার হোসেন।</p> <p>এজাহার সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের তিলিহারী গ্রামের আয়নাল হকের ছেলে আনোয়ার হোসেনকে ভাদকুন্ডু (হঠাৎপাড়া) মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি জামশেদ আলী একটি পুকুর লিজ দেন। গত বুধবার বিকেলে তিনি ওই পুকুরে মাছ ধরার জন্যে জাল, পিকআপসহ মাছ ধরার যাবতীয় সরঞ্জাম নিয়ে পুকুর পাড়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে অভিযুক্তরা তাদের বাধা দেন। এ সময় তারা জেলেদের মারধর, পিকআপ ভাঙচুর ও মাছ ধরার যাবতীয় সরঞ্জাম লুট করে নিয়ে যান। পরদিন ২১ নভেম্বর থানায় লিখিত এজাহার দায়ের করলে রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নওগাঁয় পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732203546-b0ef055cc25eb4476685b7662023d0b3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নওগাঁয় পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/21/1449188" target="_blank"> </a></div> </div> <p>ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, ‘আমি ভাতকুন্ড (হঠাৎপাড়া) মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি জামশেদ আলীর কাছ থেকে দীঘিপাড়ায় (জিনারপুর) ৪৪ শতাংশ একটি পুকুর মাছ ছাড়াসহ যাবতীয় দায়িত্ব গ্রহণ করি। সম্প্রতি সরকার পরিবর্তনের পর থেকে স্থানীয় বিএনপি নেতাসহ কিছু ব্যক্তি আমাকে বার বার পুকুরটি ছেড়ে দেওয়ার কথা বলেন। পুকুরটির লিজ আজ ৬ মাস রয়েছে। গত ২০ নভেম্বর বিকেলে ওই পুকুরে মাছ ধরতে আমি ও আমার জেলেরা পিকআপ নিয়ে ওই এলাকায় যাচ্ছিলাম। পথিমধ্যে ঝলঝলিয়া গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে বিএনপি নেতা জাহাঙ্গীর কবির বাচ্চু (৫২), বুজরুক নেহেন্দার মৃত নিজাম উদ্দিনের ছেলে আরিফ কাউসার (৫০), বড়াইল দীঘিপাড়ার মৃত কুতুব উদ্দিনের ছেলে একরামুল (৫০), রফিকুল ইসলামের স্ত্রী ববিতা (৪০), মোসলেমের ছেলে জেম (৪৫), মৃত আক্কাসের ছেলে জাকারিয়া (৪০), আব্দুর রউফের ছেলে হারুন (৩৫), নজরুলের ছেলে বুলবুল (৩৫), মৃত মোসলেমের ছেলে জসিম উদ্দিন জুয়েল (৪০), মৃত আব্দুর রহিমের ছেলে সামসুল হক নবী (৫০), ইমাজ উদ্দিনে ছেলে রায়হান পারভেজসহ (৩৫) আরো ২০/২৫জন আমাদের বাধা দেন। এ সময় তারা আমাদের জালসহ মাছ মারার যাবতীয় সরঞ্জাম লুট করে নিয়ে যান এবং পিকআপ ভাঙচুর করেন। তাই আমি উপরোক্ত ব্যক্তিদের আসামি করে আমি থানায় এজাহার দায়ের করি।’ </p> <p>আনোয়ার আরো বলেন, ‘পিকআপ ভাঙচুরে এক লাখ টাকা, জাল ও মাছ মারার সরঞ্জাম প্রায় ১ লাখ ২০ হাজার টাকা এবং পরে পুকুর হতে প্রায় ৩০ মন মাছ লুটসহ আমার প্রায় ৩ লাখ টাকার লোকসান হয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নওগাঁয় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732097277-9efcbf6c8c0e4c84cbe6803adf2499a1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নওগাঁয় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448730" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, অভিযোগে প্রেক্ষিতে ১৬ আসামিকে আটক করে নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।</p>