<p>নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবক ও পুকুরের পাড় থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। </p> <p>বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর এলাকায় যুবকের ও নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুর এলাকা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।</p> <p>নিহতরা হলেন— গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে শফিকুল ইসলাম বাবু (৩২) ও মান্দা উপজেলার কালিগ্রাম এলাকার বাসিন্দা রতন চন্দ্র মোদক (৬৩)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খেজুর আমদানিতে শুল্ক কমল, কমবে দাম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732203151-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খেজুর আমদানিতে শুল্ক কমল, কমবে দাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/21/1449187" target="_blank"> </a></div> </div> <p>বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, উদ্ধার হওয়া মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। </p> <p>ওসি আরো বলেন, নিহত যুবকের কাছে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তার নাম ও পরিচয় শনাক্ত করা হয়। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p> <p>নিহত শফিকুল ইসলামের মা জানান, শফিকুল ইসলাম রাজধানী গাবতলীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত সোমবার শ্বশুর বাড়ি পাবনায় যাওয়ার কথা ছিল। গত দুইদিন ধরে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার মান্দা থানা পুলিশ বাবুর মরদেহ উদ্ধারের বিষয়টি জানায়।</p> <p>অন্যদিকে রতন মোদকের নাতি জানান, দাদু ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।</p>