<p>সৈয়দপুরে ভাড়া বাড়ির তালাবদ্ধ ঘর থেকে শবনম আক্তার (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকা আত্তারী বেগমের ভাড়া দেওয়া বাড়ির ঘর থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের মা ফারজানা বেগম বাদী হয়ে বুধবার জামাতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।</p> <p>গত মঙ্গলবার সন্ধ্যায় শবনমের ছোট বোন ফোন করলে তার দুলাভাই জাহাঙ্গীর বলেন, ‘তোর বোনকে মেরে ফেলে রেখেছি।’</p>