<p>বর্ষীয়ান হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো অভিনীত ‘জিরো ডে’ মুক্তির তারিখ ঘোষণা করেছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। থ্রিলার ঘরানার এই সিরিজটি ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে। বুধবার নেটফ্লিক্সের পক্ষ থেকে সিরিজটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়। যা বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে।</p> <p>টান টান উত্তেজনায় ভরপুর এ থ্রিলার সিরিজে ডি নিরোকে দেখা যাবে সাবেক একজন আমেরিকান প্রেসিডেন্ট জর্জ মুলেনের চরিত্রে। জিরো ডে কমিশনের প্রধান হিসেবে একটি সাইবার আক্রমণের অপরাধীদের খুঁজে বের করার দায়িত্ব পান। এ সাইবার আক্রমণে পুরো আমেরিকায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেক মানুষ হতাহত হন। মিথ্যে তথ্যে ডুবে যায় দেশ। এমন অবস্থায় দেশের ক্ষমতালোভীরা প্রযুক্তি খাত, ওয়াল স্ট্রিট ও সরকারে প্রভাব বিস্তার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলে নেমে পড়ে। সব মিলিয়ে নানা সংঘাতে অস্থির হয়ে ওঠে দেশ। পরিস্থিতি সামলাতে মুলেন অটল চিত্তে নেমে পড়েন অপরাধীদের শনাক্ত করতে। কিন্তু তা করতে গিয়ে তিনি তার অতীতের অন্ধকার এক গোপন অধ্যায়ের মুখোমুখি হন। প্রিয়জনদের জীবনও ঝুঁকিতে পড়ে যায়।</p> <p>‘জিরো ডে’ যৌথভাবে নির্মাণ করেছেন এরিক নিউম্যান, নোয়া ওপেনহেম ও মাইকেল এস স্মিড্ট। তারা তিনজন একই সঙ্গে সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করেছেন। এদের মধ্যে নিউম্যান ও ওপেনহেম কাহিনী লিখেছেন। অভিনয়ের পাশাপাশি ডি নিরো এ সিরিজের নির্বাহী প্রযোজকও। আর সিরিজ পরিচালনা করেছেন লেসলি লিংকা।</p> <p>সিরিজটির মাধ্যমে ডি নিরো তার ক্যারিয়ারে প্রথম নিয়মিত টেলিভিশন চরিত্রে কাজ করলেন। অবশ্য এর আগে টেলিভিশনের চলচ্চিত্রের জন্য তিনি সেরা অভিনেতার এমি মনোনয়ন পেয়েছিলেন। </p> <p>ছয় পর্বের এ সিরিজে রবার্ট ডি নিরো ছাড়াও অভিনয় করেছেন অ্যাঞ্জেলা বাসেট, লিজি কাপলান, জেস প্লেমনস, জোন অ্যালেন, কনি ব্রিটন, ড্যান স্টিভেনস ও ম্যাথিউ মডিন। এছাড়া অতিথি শিল্পী হিসেবে থাকবেন বিল ক্যাম্প, ড্যান স্টিভেনস, গ্যাবি হফম্যান, ক্লার্ক গ্রেগ।</p>