<p>মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘উইকড’ এবং ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি সিনেমা ‘রেড ওয়ান’ সিনেমা দুটি একসঙ্গে মুক্তি পেল বাংলাদেশেও। ২২ নভেম্বর ছবি দুটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে। জন এম চু পরিচালিত ‘উইকড’-এ অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে, জোনাথন বেইলি, ইথান স্টোর, বোয়েন ইয়াং, মারিসা বোডে, পিটার ডিঙ্কলেজ, মিশেল ইয়েওহ প্রমুখ। অন্যদিকে জেক কাসদান পরিচালিত ‘রেড ওয়ান’ ছবিতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, ক্রিস ইভানস, লাকি লিউ, জে কে সিমন্স প্রমুখ। </p> <p>আমেরিকান মহাকাব্যিক মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা হিসেবে এরইমধ্যে দর্শকমহলে আলোচনায় এসেছে ‘উইকড’। উইনি হোলজম্যান ও ডানা ফক্সের চিত্রনাট্য থেকে এটি পরিচালনা করেছেন জন এম চু। স্টিফেন শোয়ার্টজ ও হোলজম্যানের একই নামের স্টেজ মিউজিক্যালের দুই পার্টের সিনেমা অভিযোজনের প্রথমটি এটি, যেটি গ্রেগরি ম্যাগুয়ারের একই নামের ১৯৯৫ সালের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল।</p> <p>‘উইকড’ প্রযোজনা করেছেন ইউনিভার্সাল পিকচার্স এবং মার্ক প্ল্যাট, যারা দুজনেই স্টেজ মিউজিক্যাল। গল্পের মহাকাব্যের চাহিদা মেটাতে ছবিটিকে দুটি ভাগে ভাগ করারও সিদ্ধান্ত হয়েছিল কোনো গান এবং প্রধান প্লট পয়েন্ট কাটা ছাড়াই। উভয় চলচ্চিত্রের মূল চিত্রায়ন ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডে শুরু হয়েছিল, কিন্তু ২০২৩ সালের হলিউড ধর্মঘটের কারণে থমকে গিয়েছিল। অবশেষে এ বছরের জানুয়ারিতে ছবির কাজ শেষ হয়।</p> <p>আমেরিকান অ্যাকশন-অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার ছবি ‘রেড ওয়ান’। ‘দ্য রক’ খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন ও ক্যাপ্টেন আমেরিকা’র জনপ্রিয় অভিনেতা ক্রিস ইভান্স অভিনীত এ ছবিটি পরিচালনা করেছেন জেক কাসদান। হিরাম গার্সিফার একটি মূল গল্প থেকে এর চিত্রনাট্য করেছেন ক্রিস মরগান। সেভেন বক্স প্রোডাকশনস, ক্রিস মরগান প্রোডাকশন ও দ্য ডিটেকটিভ এজেন্সির সহযোগিতায় অ্যামাজন এমজিএম স্টুডিওস দ্বারা নির্মিত ক্রিসমাস-থিমযুক্ত ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি হিসেবে দেখা হচ্ছে এটিকে।</p> <p>ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ১৫ নভেম্বর। ছবিটি দর্শকদের মনে করিয়ে দিচ্ছে যে ক্রিসমাস আসন্ন। এই ছবিতে জনসন ও ইভান্স এমন একটি মিশনে অংশ নেয় যেখানে তাদের লক্ষ্য সান্তা ক্লজকে উদ্ধার করা। এতে ডোয়াইন জনসন ক্যালাম ড্রিফ্টের চরিত্রে অভিনয় করেছেন, যিনি উত্তর মেরুর নিরাপত্তার প্রধান। যখন সান্তা ক্লজ অপহৃত হন, তখন তিনি বাউন্টি হান্টার জ্যাক ও ম্যালিকে তাকে খুঁজে বের করার জন্য নিয়োগ করেন। ছবিতে জেকে সিমন্স সান্তা ক্লজের চরিত্রে অভিনয় করেছেন, যা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।</p>