<p style="text-align:justify">নাটোরের বাগাতিপাড়ায় জুয়েল রানা (২৭) নামের এক যুবক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২২ নভেম্বর) সকালে উপজেলার পাকা ইউনিয়নের বড় চিথলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জুয়েল ওই এলাকার রহিম উদ্দিনের ছেলে। </p> <p style="text-align:justify">স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মাসখানেক আগে জুয়েল একই উপজেলার চকগোয়াস এলাকার সেবা আক্তারকে বিয়ে করেন। তবে বিয়ের কিছুদিন পরই তার স্ত্রী তাকে ছেড়ে অন্য আরেক পুরুষের কাছে চলে যান। এতে জুয়েল নিজেকে সামলাতে না পেরে ঘটনার দিন সকালে ফসলে দেওয়া কীটনাশক খেয়ে নিজ বাড়িতে ছটফট করতে থাকেন। </p> <p style="text-align:justify">পরে তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাস এবং ছটফটানি দেখে পরিবারের লোকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করলে তিনি বিষপানের কথা স্বীকার করেন। পরে পরিবারের লোকজন তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে সেখানে নেওয়ার পথেই জুয়েল মারা যান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গ্রেপ্তার সেই কুলসুম, স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনার নামে করেছিলেন মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/22/1732271239-1aa55138d78c0d4710d039467ed451ef.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গ্রেপ্তার সেই কুলসুম, স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনার নামে করেছিলেন মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/22/1449452" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">জুয়েল (নিকনেম মো. জাহিদ হাসান) তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আতাউর আর আমার স্ত্রী সেবা- এরা দুজন কুকরের চেয়েও নিকৃষ্ট মনের মানুষ হয়ে গেছে। এরা আমাকে সুন্দর পৃথিবীতে বাঁচতে দেয়নি। তাই এদের কঠিন শাস্তি হোক, এটাই আমার চাওয়া।’</p> <p style="text-align:justify">বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।</p>