<p style="text-align:justify">কেন্দ্রীয় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজিসহ বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণপিটুনি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী নগরীর কালেক্টরেট মাঠ এলাকায় ফাতিন মাহদি নামক ওই শিক্ষার্থীকে পিটুনি দেন স্থানীয় শিক্ষার্থীরা। অভিযুক্ত ফাতিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।</p> <p style="text-align:justify">স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে নিজেকে সমন্বয়ক দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন ফাতিন। এসময় কেন্দ্রীয় সমন্বয়কদের পাশে দাঁড়িয়ে তোলা ছবি দেখিয়ে নিজেকে কেন্দ্রীয় সমন্বয়ক দাবি করেন তিনি। এভাবে রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে থাকেন ফাতিন। </p> <p style="text-align:justify">বিষয়টি বুঝতে পেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীসহ রাজশাহীর শিক্ষার্থীরা তাকে কয়েকবার সতর্ক করে দেন। তারপরও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ফাতিন। এ নিয়ে বৃহস্পতিবার তাকে শিক্ষার্থীরা সতর্ক করলে তাদের সঙ্গে তর্কে জড়ান তিনি। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে পিটুনি দেন। পরে সেখান থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান ফাতিন।</p> <p style="text-align:justify">এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর সমন্বয়ক আব্দুর রহিম বলেন, ‘আজ একটা গ্রুপ কেন্দ্রের একজন ভুয়া সমন্বয়ককে এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর কমিটি করার চেষ্টা করেছিল। ওই ভুয়া কেন্দ্রীয় সমন্বয়কের বাড়ি রাজশাহী, তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সাধারণ শিক্ষার্থীরা ওই ভুয়া সমন্বয়ককে গণপিটুনি দিয়ে তাড়িয়ে দিয়েছেন।’</p> <p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক রাশেদ রাজন বলেন, ‘ফাতিন নামের এক ছেলে সেন্ট্রাল সমন্বয়ক দাবি করে শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়ায়। পরে উত্তেজিত শিক্ষার্থীদের হাতে গণধোলায় খেয়ে পালিয়ে গেছেন।’</p> <p style="text-align:justify">নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘রাজশাহীতে ভুয়া সমন্বয়ককে গণধোলাই দিয়েছে। সেখানে একজন হালকা আহত বলে শুনেছি। আমরা বিষয়টা দেখছি।</p>