<p style="text-align:justify">লাওসের পর্যটন শহর ভ্যাং ভিয়েংয়ে বিষক্রিয়ায় আরো এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষক্রিয়ায় ছয়জন বিদেশি পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভেজাল অ্যালকোহল পানের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।</p> <p style="text-align:justify">এই ছয়জনের মধ্যে দ্বিতীয় অস্ট্রেলিয় হিসেবে সর্বশেষ নাম এসেছে হলি বোলসের। ১৯ বছর বয়সী এই তরুণীর পরিবার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এক সপ্তাহের বেশি সময় আগে থেকে তিনি অসুস্থ ছিলেন। হলি বোলসের বন্ধু বিয়ানকা জোনস (১৯) এবং ব্রিটিশ আইনজীবী সিমোন হোয়াইটের মৃত্যুর খবর পাওয়া গেছে গতকাল বৃহস্পতিবার।</p> <p style="text-align:justify">আরো একজন মার্কিন পুরুষ এবং ১৯ ও ২০ বছর বয়সী দুজন ডেনমার্কের তরুণীও একই কারণে মারা গেছেন।</p> <p style="text-align:justify">গণমাধ্যমের খবর ও অনলাইনে অন্য পর্যটকদের সাক্ষ্য থেকে ধারণা করা হচ্ছে, এই পর্যটকরা মিথানলযুক্ত পানীয় বা মদ পান করেছিলেন। এই পদার্থ প্রায়ই ভেজাল মদে পাওয়া যায়। তাদের মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।</p> <p style="text-align:justify">নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকে বলেছে, তাদের একজন নাগরিকও সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।</p> <p style="text-align:justify">যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা তাদের নাগরিকের মৃত্যুর পর পরিস্থিতি নিবিড়ভাবে নজরে রেখেছে। মৃত্যুর কারণ বের করা স্থানীয় কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে। </p> <p style="text-align:justify">অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য কর্তৃপক্ষ নাগরিকদের লাওসে অ্যালকোহল সেবনের সময় মিথানল বিষক্রিয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।</p>