<p>গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্তানদের অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে সুরেন গাইন নামের এক বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ৬ দিন যাবৎ মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি মৃত্যুবরণ করেন।</p> <p>বৃহস্পতিবার দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে নিজ বাড়িতে সুরেন গাইনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।</p> <p>সুরেন গাইন বাগান উত্তরপাড়া গ্রামের মতিলাল গাইনের ছেলে। তিনি দুই পুত্র সন্তানের জনক।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৬ নভেম্বর) পারিবারিক বিষয় নিয়ে সুরেন গাইনের সঙ্গে তার দুই ছেলে খোকন গাইন (৪৫) ও প্রদীপ গাইনের (৪০) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাই বৃদ্ধ বাবার গায়ে হাত তোলেন। এই কষ্ট সহ্য করতে না পেরে ওইদিন দিবাগত রাতে সুরেন গাইন ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন। ওই অবস্থায় তাকে পরিবারের লোকজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠান। ৬ দিন চিকিৎসা শেষে গোপালগঞ্জ সদর হাসপাতালে সুরেন গাইন মারা যান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732140832-b0ef055cc25eb4476685b7662023d0b3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/21/1448992" target="_blank"> </a></div> </div> <p>নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী বলেন, বৃদ্ধ সুরেন গাইন ও তার স্ত্রী আলাদাভাবে দুই ছেলের কাছে থাকতো। এ নিয়ে প্রায়ই দুই সন্তানের সঙ্গে থাকা খাওয়া নিয়ে মা-বাবার ঝগড়া হতো। এ কারণে মাঝেমধ্যে দুই ছেলে তাদের মা-বাবাকে মারধর করতো। এই মারধর সহ্য করতে না পেরে সুরেন গাইন বিষপানে আত্মহত্যা করেন।</p> <p>এ ব্যাপারে সুরেন গাইনের দুই ছেলে খোকন গাইন ও প্রদীপ গাইনের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো প্রকার মন্তব্য করতে রাজী হননি। তবে খোকন গাইনের স্ত্রী সুচিত্র গাইন বলেন, ‘আমার শ্বশুর কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কি কারণে কীটনাশক পান করেন তা আমাদের জানা নেই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সন্তানের জীবনে পিতার নেক আমলের সুফল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730915910-f44910315f8bc266b625c6f24fd1ca59.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সন্তানের জীবনে পিতার নেক আমলের সুফল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/islamic-life/2024/11/07/1443685" target="_blank"> </a></div> </div> <p>কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।</p>