<p>হবিগঞ্জের নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রীতম সরকার (২০) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মোটর কিনে বাড়িতে ফেরার পথে বাংলাবাজারে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। </p> <p>মোটরসাইকেল আরোহী প্রীতমের সহপাঠী সৌরভ সরকারকে (২১) আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রীতম পানিউন্দা ইউনিয়নের শংকরপুর গ্রামের ভুবন সরকারের ছেলে।</p> <p>স্থানীয় সূত্র জানায়, প্রীতম মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ শহরে আসে পানি উঠানোর মটর নেওয়ার জন্য। মটর কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে নবীগঞ্জ-শেরপুর রোডে বাংলাবাজারে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রিতম মারা যান। </p> <p>স্থানীয়রা জানায়, তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রীতমকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক। সৌরভকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।</p>