<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশপথগুলোতে নিরাপত্তা চৌকি ও ব্যারিয়ার দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে নিয়মিত যানজট লেগে থাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ অন্য সড়কগুলোতে যানজটের চিত্র দেখা যায়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে প্রবেশপথগুলো দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণের ফলে নগরবাসীর ভোগান্তির সৃষ্টিও হয়েছে। শাহবাগ, নীলক্ষেত, পলাশী মোড়সহ ক্যাম্পাসের প্রবেশপথগুলোর যেখানে ব্যারিয়ার দেওয়া আছে সেই এলাকায় যানজটের সৃষ্টি হতে দেখা যায়। পাশাপাশি নগরবাসীর যাঁদের এই এলাকা অতিক্রম করে অফিস, বাসাবাড়িতে যেতে হয় তাঁরাও ভোগান্তিতে পড়ছেন। অনেককে হেঁটে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করতে হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগরবাসীর এই ভোগান্তির কথা বিবেচনা করে প্রথমত বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে যান চলাচল ছুটির দিনে বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়ন্ত্রণ করার কথা থাকলেও গত শনিবার থেকে প্রশাসন হাইকোর্ট মোড় সংলগ্ন ব্যারিয়ার খুলে রেখেছে। হাইকোর্ট মোড় দিয়ে যেকোনো গাড়ি বিনা বাধায় প্রবেশ করে ঢাকা মেডিক্যাল, শহীদ মিনার, পলাশী হয়ে যাতায়াত করতে পারছে। তবে সেসব গাড়ি যেন টিএসসি এলাকায় না আসতে পারে সে জন্য দোয়েল চত্বর থেকে টিএসসি অভিমুখী রাস্তায় ও জগন্নাথ হলসংলগ্ন টিএসসি অভিমুখী রাস্তায় ব্যারিয়ার দিয়ে রাখা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। শুক্র, শনি ও সরকারি ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুল্যান্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এবং তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্ববিদ্যালয় যেহেতু শহরের একদম কেন্দ্রে অবস্থিত এবং এর মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, এ জন্য আমরা হাইকোর্ট মোড়ের ব্যারিয়ার তুলে রেখেছি। একটা ব্রিথিং স্পেসের জন্য। এখান দিয়ে গাড়ি ঢুকে আবার পলাশী মোড় দিয়ে বের হয়ে যেতে পারছে। আর যাঁরা হাসপাতালে যাচ্ছেন বা গুরুত্বপূর্ণ কাজে আসছেন তাঁদের আমরা যাতায়াত করতে দিচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>