<p style="text-align:justify">মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় এক দিনে তিন গুণী শিক্ষকের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।</p> <p style="text-align:justify">তাঁরা হলেন, মেহেরপুর সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক ও  সদর উপজেলার আমঝুপি গ্রামের দক্ষিণপাড়ার কৃতী সন্তান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদুল হাসান, মেহেরপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন এবং গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম (মলা মাস্টার)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইজতেমায় তিন হত্যা : সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর গ্রেপ্তার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/20/1734667821-f5910a90e6d56dc77f6548821c1ef872.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইজতেমায় তিন হত্যা : সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/20/1459421" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">পরিবারের বরাত দিয়ে স্থানীয় স্কুল শিক্ষক ফয়জুল কবীর জানান, মেহেরপুর সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক মরহুম মাসুদুল হাসান ঢাকার একটি বেসরকারি হাসপালে বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটের সময় সদর উপজেলার আমঝুপি ফাজিল মাদরাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।</p> <p style="text-align:justify">মোহাম্মদ আলাউদ্দিন মাস্টারের ছেলে আব্দুস সালাম জানান, তার বাবা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।</p> <p style="text-align:justify">আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় মেহেরপুর শহরের শেখপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে কবরস্থানে দাফন অনুষ্ঠিত হবে।<br /> আলাউদ্দিন মাস্টারের স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ক্ষোভের মধ্যেই জনপ্রশাসন সংস্কার প্রস্তাবে বড় পরিবর্তনের আভাস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/20/1734667167-7d0457fe593810a0fe9bb24f1cfeda73.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ক্ষোভের মধ্যেই জনপ্রশাসন সংস্কার প্রস্তাবে বড় পরিবর্তনের আভাস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/20/1459420" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">হাড়াভাঙ্গা সিনিয়র ডিএস ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম (মলা মাস্টার) দীর্ঘদিন যাবৎ শাসকষ্টসহ নানা জটিল রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টায় নিজ বাড়িতে  ইন্তেকাল করেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিশাল জয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই বাংলাদেশের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/20/1734666332-de43c3b0051ca627fcdcbf4a2e1f507a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিশাল জয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই বাংলাদেশের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/20/1459418" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তাঁর স্ত্রী, ৫ ছেলে ও দুই মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার সময় সাহেবনগর গ্রামে তাঁর নামাজে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হবে।</p>