<p>আজ শুক্রবার (২০ ডিসেম্বর) ৪৯তম বিজিবি দিবস। এ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।</p> <p>আজ শুক্রবার সকাল পৌনে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব- সীমানা পিলার সংলগ্ন শূন্য রেখায় বিএসএফকে মিষ্টি উপহার দেয় বিজিবি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাকরিচ্যুত পুলিশ সদস্য পোশাক পরে যানবাহন থেকে নিচ্ছিলেন টাকা!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/20/1734672194-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাকরিচ্যুত পুলিশ সদস্য পোশাক পরে যানবাহন থেকে নিচ্ছিলেন টাকা!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/20/1459435" target="_blank"> </a></div> </div> <p>ভারতের হিলি ক্যাম্পের সাব ইন্সপেক্টর শ্রী চৌবের হাতে বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার শাহাদত হোসেন ৪টি মিষ্টির প্যাকেট উপহার দেন। এ সময় সেখানে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। </p> <p>বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহাদত হোসেন বলেন, ‘আজ ২০ ডিসেম্বর ৪৯তম বিজিবি দিবস উপলক্ষে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/20/1734673222-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/20/1459439" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে আসছে।’</p>