<p style="text-align:justify">ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহেশপুরের ভারতীয় সীমান্তবর্তী চাপাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।</p> <p style="text-align:justify">আটক সুপ্রদীপ হালদার (২১) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বাগদা গ্রামের বাসিন্দা। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ।</p> <p style="text-align:justify">তিনি জানান, কিছু ভারতীয় নাগরিকের বাংলাদেশে অনুপ্রবেশের খবর পায় বিজিবি। তারা আবার ভারতে প্রবেশ করতে যাচ্ছিল। সে সময় আমাদের একটি দল সেখানে অভিযান চালায়। তখন ভারতীয় ওই যুবককে আটক করা হয়।</p> <p style="text-align:justify">আটক যুবকের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।</p>