<p>রাজধানীর মালিবাগের একটি আবাসিক হোটেল থেকে মো. আরাফাত ইসলাম (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাশের রুম থেকে স্বর্ণা বিনতে মিম (১৮) নামে এক তরুণীকে আটক করা হয়েছে। </p> <p>শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ার আবাসিক হোটেল আর ইসলামের একটি কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে মনোমালিন্য হওয়ায় যুবক আত্মহত্যা করতে পারেন।</p> <p>মৃত আরাফাত মাদারীপুর জেলার শিবচর উপজেলার যাদুরচর গ্রামের জয়নাল মুন্সির ছেলে। বর্তমানে রাজধানীর খিলগাঁও দক্ষিণ গোড়ান ছাপড়া মসজিদের পাশে থাকতেন তিনি। </p> <p>সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে ৪৭৫/সি মালিবাগ চৌধুরীপাড়া আবাসিক হোটেল আর ইসলামে আমরা পৌঁছি। ভবনটির পঞ্চম তলার ৪১১ নম্বর কক্ষে দরজা বন্ধ অবস্থায় পেয়ে দরজা ভাঙা হয়। তখন দেখতে পাই, বিছানার চাদর দিয়ে ছাদের নিচের অংশ রডের অ্যাঙ্গেলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়‌। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। </p> <p>পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিষয়ে যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারেন। তিনি বলেন,  তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ছেলেটির পরিবারের সঙ্গে তেমন কোনো যোগাযোগ ছিল না সে বেকার ছিল। </p> <p>হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি আরো বলেন, গত ১৮ ডিসেম্বর স্বর্ণা বিনতে মিম (১৮) নামের তরুণীকে নিয়ে যুবক ওই হোটেলে উঠেছিল। ঘটনার সময় তরুণীটি ওই কক্ষে ছিলেন না। আলাদা রুমে ছিলেন। এ ঘটনায় তরুণীকে (প্রেমিকা) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।<br />  </p>