<p style="text-align:justify">বাজারে সয়াবিন তেলের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। লিটারপ্রতি ৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণের ১১ দিন পার হলেও রাজধানী অনেক বাজারে পাওয়া যাচ্ছেনা বোতলজাত সয়াবিন তেল। অন্যদিকে খোলা তেলে চলছে নৈরাজ্য। ইচ্ছামতো দাম হাঁকাচ্ছেন দোকানীরা।   </p> <p style="text-align:justify">শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানে নেই বোতলজাত সয়াবিন তেল। বিশেষ করে পাড়া মহল্লার দোকানগুলোতে আধা লিটার, এক লিটার ও দুই লিটারের বোতলের সংকট রয়েছে। আবার যেসব দোকানে তেল পাওয়া যাচ্ছে সেখানে বাড়তি দাম গুণতে হচ্ছে ভোক্তাকে।</p> <p style="text-align:justify">গত ৯ ডিসেম্বর প্রতি লিটারে আট টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করে দেয় সরকার। আজ শুক্রবার রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা ইয়াসির আরাফাত বলেন, তেলের দাম সরকার নির্ধারণ করে দিয়েছে ১৭৫ টাকা। কিন্তু আমি ২ লিটার তেল কিনেছি ৩৬০ টাকা দিয়ে। সরকার নির্ধারিত দামের চেয়ে ৫ টাকা করে বেশি দিতে হলো।</p> <p style="text-align:justify">খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, যেসব প্রতিষ্ঠান বোতলের সয়াবিন তেল বাজারে ছাড়ে তারা সরবরাহ বন্ধ রেখেছে। দাম বাড়ানোর পরও তারা তেল সরবরাহ করছে না।</p> <p style="text-align:justify">এ বিষয়ে মুদি ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, কোম্পানির তেল দেওয়ার কথা বললে আটা ময়দা ডাল নেওয়ার বাধ্যতামূলক শর্ত জুড়ে দিচ্ছে। তাছাড়া তেল দিচ্ছে না। আবার অন্যান্য যেসব পণ্য নিতে বাধ্য করছে সেগুলোরও দাম ধরছে বেশি। ব্যবসায়ীদের একরকম জিম্মি করা হয়েছে।</p>