<p style="text-align:justify">দেশে আমনের এই ভরা মৌসুমে পাইকারিতে চালের দাম বেড়েছে। গত দুই সপ্তাহে বস্তাপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা বেড়েছে। এতে খুচরা পর্যায়ে সরু চালের দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা এবং মোটা ও মাঝারি চালের দাম দুই থেকে তিন টাকা বেড়েছে।</p> <p style="text-align:justify">খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে মিল পর্যায়ে চালের দাম বাড়তি। এর প্রভাবে খুচরা ও পাইকারিতে দাম বেড়েছে। চালকল মালিকদের দাবি, ধানের দাম বাড়ায় তাঁরা চালের দাম বাড়িয়েছেন। দেশের তিনটি জেলার বড় পাইকারি মোকাম এবং রাজধানীর তিনটি বাজারে খোঁজ নিয়ে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।</p> <p style="text-align:justify">গতকাল শেওড়াপাড়া বাজারে ক্রেতা আরাফাত হোসেন বলেন, গত সপ্তাহের তুলনায় আজ সরু চালের দাম বেড় ৫ টাকা বাড়তি। </p> <p style="text-align:justify">এদিকে চালের দাম আরো বাড়তে পারে বলে জানিয়েছে খুচরা বিক্রেতারা। তারা বলছেন, পাইকারি বিক্রেতারা ভারতে দাম বাড়ার কথা বলছেন। এ ছাড়া মিল মালিকেরা দাম বাড়ানোর দাবিও করছেন। </p> <p style="text-align:justify">আমন মৌসুমে চালের দাম বাড়ার প্রকৃত কারণ বুঝতে পারছেন না উল্লেখ করে এক বিক্রেতা বলেন, আমরা বাড়তি দামে কিনলে বিক্রিও সে অনুসারে করতে হয়। দাম বাড়লে আমাদের বিক্রি কমে। এখন পর্যন্ত আমরা সপ্তাহের শুরুতে যে চাল কিনেছিলাম, তা-ই বিক্রি করছি। পাইকারি বাজারে নতুন করে আরও বেড়েছে, সে চাল এলে আরো বাড়তে পারে।</p>