<p>ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ। আজ শুক্রবার ভোরে দফায় দফায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এদিকে রুশ হামলায় কিয়েভে অন্তত একজনের নিহত হওয়ার খবর তাৎক্ষণিকভাবে পাওয়া গেছে।</p> <p>সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল সাতটার দিকে এই হামলা চালানো হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আজ সকালে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং কিয়েভজুড়ে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।</p> <p>কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকোর মতে, হামলায় বেশ কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে যায় এবং একাধিক অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়। পপকোর মতে, আক্রমণ চালানোর জন্য রুশ বাহিনী হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র এবং ইস্কান্ডার/কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ আটটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।</p> <p>মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, হামলায় অন্তত সাতজন আহত হয়েছে, যাদের মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।হামলার সময় স্থানীয় কর্মকর্তারা এবং বিমান বাহিনী বলেছিল, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা করছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবাহিনী হামলার বিষয়ে সতর্ক করার পর তারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছে।</p> <p>সূত্র : রয়টার্স</p>