<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই দশক আগে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাকে দেশের ইতিহাসের এক জঘন্য মর্মান্তিক ঘটনা উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, এ ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তাঁদের বিদেহি আত্মা ও ন্যায়বিচারের স্বার্থে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। তাই বিশেষজ্ঞ তদন্ত সংস্থার মাধ্যমে মামলাটি যাতে নতুন করে তদন্তের পদক্ষেপ নেওয়া হয়। এই পর্যবেক্ষণের আলোকে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতেও বলেছেন উচ্চ আদালত। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত ১ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ৭৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাইকোর্টের রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ গ্রেনেড হামলা মামলার সব আসামি খালাস পান।</span></span></span></span></p> <p> </p>