<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই অভ্যুত্থানে সক্রিয় পাঁচ শিক্ষার্থী হত্যায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে চট্টগ্রামে জসীম হত্যাকাণ্ড নিয়ে প্রথম আলো মিসলিডিং করছে বলেও দাবি করেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এই দাবি জানান। জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র-জনতাকে গুপ্তহত্যা এবং বিপ্লবীদের নিরাপত্তায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইনকিলাব মঞ্চ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুখপাত্র শরিফ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল কৃষক দলের সঙ্গে সংশ্লিষ্ট জসিমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর চাচা বলেছেন, আওয়ামী লীগের দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। অথচ প্রথম আলো নিউজ করেছে, খাবারের উচ্ছিষ্টের ব্যবসা নিয়ে তাকে হত্যা করা হয়। ফলে প্রথম আলোকে কপি করে সব মিডিয়া একই নিউজ করেছে। একটা মূলধারার মিডিয়া যখন মিসলিডিং করে, মিথ্যা বলে তখন অন্য মিডিয়ায় এটাই কপি হয়ে যায়। আমরা দেখেছি, শহীদ ফাহমিনের ক্ষেত্রে একটি মূলধারার গণমাধ্যম সংবাদ করেছে, এটিএম থেকে টাকা তুলতে গেলে গুলি করে তাকে হত্যা করা হয়, অন্যরা তা কপি করেছে। এভাবে বিপ্লবীদের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ যারা জুলাই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিল তাদের অনেকের ওপর হামলা করা হয়েছে। এরই মধ্যে পাঁচজনের খবর নিশ্চিত হয়েছি। আর মিডিয়াগুলো কাউকে বলছে টোকাই, কাউকে ছিনতাইকারী আবার কাউকে খাবারের উচ্ছিষ্টের ব্যবসার নাম দিয়ে এগুলো ফ্রেমিং করে আন্দোলনের স্পিরিটকে নষ্ট করা হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জসীম হত্যার বিষয় টেনে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রথম আলো বলেছে, সে একজন টোকাই ছিল বা খাবারের উচ্ছিষ্টের ব্যবসায়ী ছিল। পেশাগত কারণে তিনি যা-ই হন না কেন, জুলাই আন্দোলনে যারা জড়িত ছিলেন তারা আমাদের কাছে সবচেয়ে শ্রদ্ধার পাত্র।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শরিফ ওসমান হাদি বলেন, দেশের বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছাত্র-জনতাকে হত্যা করা হচ্ছে। অনেককে হুমকি দেওয়া হচ্ছে। আগামী শনিবারের মধ্যে যদি তাদের গ্রেপ্তার করে বিচার করা না হয়, তাহলে ইনকিলাব মঞ্চ রবিবার দুপুর ১২টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গিয়ে অনশন করবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, শুধু গ্রেপ্তার নয়, অনতিবিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১২ ডিসেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করা হয়। একই দিন নারায়ণগঞ্জে এআইইউবির শিক্ষার্থী সীমান্তকে ছুরিকাঘাত করা হয়। ১৪ ডিসেম্বর ঢাকা মেডিক্যালে তিনি মারা যান। ১৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের লেক থেকে সুজানা আক্তার নামের এক কিশোরীর মরদেহ উদ্ধারের পর সেখান থেকে সাইনুর রশিদ ওরফে কাব্য নামের আরেক কিশোরের লাশ উদ্ধার করা হয়। একই দিন চট্টগ্রাম থেকে জসিম উদ্দিন নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগ এসব </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গুপ্তহত্যা চালাচ্ছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অভিযোগ করে শরিফ বলেন, আওয়ামী লীগ যে ধরনের অপকর্ম করেছে, তার ডকুমেন্টেশন এখনো রয়েছে। সেগুলো যদি আন্তর্জাতিক আদালতে হাজির করা হয়, তাহলে তারা আর ১০০ বছরেও এ দেশে রাজনীতি করতে পারবে না। ফলে তারা সেই বিচার প্রভাবিত করতে এখন নানাভাবে গুপ্তহত্যা চালাচ্ছে। এর জন্য তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেছে নিয়েছে। কারণ তাদের হল নেই, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সংগঠিত হতে পারবেন না। সে কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট কিলিং করা হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই অভ্যুত্থানের সক্রিয় ছাত্র-জনতার নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। ছাত্র-জনতাকে অনিরাপদ করে সরকারকে নিরাপদ রাখার দায় আমাদের নেই। যদি পারেন তাহলে নিরাপত্তা দিন, নইলে নির্বাচন দিয়ে সরে যান। আপনাদের পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য পাঠানো হয়নি। আপনাদের ক্ষমতায় পাঠানো হয়েছে বিচারের জন্য।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র উপদেষ্টাদের উদ্দেশ করে শরিফ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আপনারা অনেক কাজ করতে চেয়েও করতে পারছেন না। সে দায় আপনাদের ওপর নিচ্ছেন কেন? আপনারা কোনো কাজ না পারলে সংবাদ সম্মেলন করেন। কোন কোন উপদেষ্টা, আমলারা আপনাদের বাধা দিচ্ছেন, তা জাতির সামনে প্রকাশ করুন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>