<p style="text-align:justify">শুধু চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ তাঁতীবাজারে ইনসাফভিক্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।</p> <p style="text-align:justify">সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘৭১ থেকে ২৪ সাল পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল বৈষম্য দূর করতে পারেননি। না পারার কারণে ২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন করে ফ্যাসিস্টকে তাড়ানো হয়েছে। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, অবিচার ও মিথ্যা মামলা থাকবে না। মানুষ স্বাধীনভাবে বসবাস করবে। কিন্তু ৫ আগস্টের পর দেখলাম আবারও সেই চাঁদাবাজি ও জুলুম। এত দিন চাঁদাবাজি ও গুন্ডামি করতো একজন এখন করছে অন্যজন। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি পরিবর্তন হয়নি।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘ব্যক্তি ও দলের পরিবর্তন হয়েছে নিচু আদর্শের পরিবর্তন হয়নি। ওসি, এসপি ও ডিসি বদলি হলেও ঘুষ-দুর্নীতি বন্ধ হয়নি। শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে কোনো শান্তি আসতে পারে না। মাদারগাছ লাগিয়ে আমের আশা করা যায় না। তেঁতুলগাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। জীবনের মায়া ত্যাগ করে ফ্যাসিস্টকে এই দেশ থেকে তাড়াতে বাধ্য করেছি আমরা। অথচ ৫ আগস্টের পর চোর ডাকাতে গোটা দেশটা ভরে গেছে। এজন্য জীবন দেয়নি মানুষ।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘আদর্শবান ও নীতিবান ব্যক্তিরা যত দিন ক্ষমতা না যাবে, তত দিন পর্যন্ত রক্ত দেবেন, জীবন দেবেন, আন্দোলন-সংগ্রাম করবেন, দলের পর দল পরিবর্তন করবেন, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। এ জন্য আসুন শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। ৫ আগস্টের পর ইসলামী আন্দোলনের নেতারা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। কোন আলেম ও মুসল্লিরা অপকর্ম করে না।’</p> <p style="text-align:justify">আমিরগঞ্জ ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোহাম্মদ ফজলুল হক মোল্লার সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ও কলরব শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান।</p>