<p>চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করা কর্মকর্তাদের নিয়ে বিবৃতি দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)। ব্যাংকের সার্ভিস রুলস মোতাবেক এবং নিয়োগ পত্রের ধারা ১০ অনুযায়ী অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুত করা হয়েছে। </p> <p>বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল)।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ দেওয়া ৫৭৯ জন কর্মকর্তাকে গত বছরের ২৯ শে অক্টোবর চাকুরিচ্যুত করে সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাংকের সার্ভিস রুলস মোতাবেক এবং নিয়োগ পত্রের ধারা ১০ অনুযায়ী শিক্ষানবিশ সময়কালে ব্যাংক যেকোনো সময় বিনা নোটিশে যেকোনো কর্মকর্তাকে চাকরিচ্যুত করার অধিকার রাখে। সেই প্রেক্ষিতে এসব অবৈধ নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুত করা হয়।’</p> <p>বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘পরবর্তীতে চাকরিচ্যুত কর্মকর্তাদের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ চাকরি পুনর্বহালের দাবি জানিয়ে ব্যাংকের কাছে আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে প্রত্যেকের সঙ্গে ব্যাংকের প্রধান কার্যালয়ে শুনানির আয়োজন করা হয়। শুনানি পরবর্তী সময়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদেরকে চাকরি পুনর্বহাল সম্ভব নয় উল্লেখ করে পত্র প্রদান করে। </p> <p>‘এই চিঠি পাওয়ার পর গত ২৯ শে ডিসেম্বর থেকে চাকরিচ্যুত কর্মকর্তারা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন এবং লাগাতার ব্যাংকের সামনে অবস্থান করছেন। ফলে ব্যাংকের গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন এবং সাধারণ জনগণের স্বাভাবিক চলাফেরা বাধাগ্রস্থ হচ্ছে। এমনকি মতিঝিলের সর্বোচ্চ স্থাপনা সিটি সেন্টারের সামনে এ ধরনের কার্যক্রম এই বিল্ডিং এ অবস্থিত অন্যান্য অফিসের কর্মকর্তা- কর্মচারীরও স্বাভাবিক চলাফেরা বাধগ্রস্ত করছে।’</p> <p>সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম এফসিএমএ বলেন, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়োগপত্রের ধারা মেনেই অবৈধভাবে এস আলম গ্রুপের নিয়োগ দেওয়া কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এটা খুবই দুঃখজনক যে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর এস আলমের পৃষ্ঠপোষকতায় তারা এ ধরনের বিশৃঙ্খলা করে নৈরাজ্যের সৃষ্টি করছে, যা রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। সাধারণ জনগণ তথা ব্যাংকের গ্রাহকরা এর ফলে হয়রানির শিকার হচ্ছে, যা মোটেই কাম্য নয়। </p> <p>এর আগে গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করে অনশন কর্মসূচি পালন শুরু করেছেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির চাকরিচ্যুত কর্মকর্তারা। আন্দোলনকারীদের দাবি, বিনা কারণে ও বিনা নোটিশে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে।</p>