<p>জয়ের অর্ধেক কাজটা সেরেই রেখেছিলেন রংপুর রাইডার্সের বোলাররা। দেখার বিষয় ছিল কত দ্রুত বিপিএলে হ্যাটট্রিক জয় পাবে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা। সেই অপেক্ষার অবসান হয়েছে ৩০ বল হাতে রেখে রংপুরের ৮ উইকেটের জয়ে।</p> <p>মিরপুরে ১২৫ রান তাড়ার শুরুটা অবশ্য ভালো ছিল না রংপুরের। ফরচুন বরিশালের পেসার ইকবাল হোসেন ইমনের তোপে দলীয় ১৫ রানে ২ উইকেট হারায় তারা। অনূর্ধ্ব-১৯ দলের পেসারের সেই তোপ সামলিয়ে পরের গল্পটা দুই ব্যাটার সাইফ হাসান ও অ্যালেক্স হেলসের। তৃতীয় উইকেটে অপরাজিত ১১৩ রানের জুটি গড়ে দলকে জয় এনে দিয়েছেন দুজনে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছেলেকে রেকর্ড উৎসর্গ তাসকিনের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735829731-de60f9e44213e1e8d902bd17f31257de.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছেলেকে রেকর্ড উৎসর্গ তাসকিনের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/02/1464189" target="_blank"> </a></div> </div> <p>ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ম্যাচে ফিফটির সম্ভাবনা জাগিয়েও না পাওয়া সাইফ আজ সেই আক্ষেপ ঘুচিয়েছেন। এবারের বিপিএলের প্রথম ফিফটির ইনিংসটি খেলেছেন ৬২ রানের। ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ৩ ছক্কায়। অন্যদিকে ৪৯ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের সাবেক ওপেনার হেলস। তার ইনিংসে ৪ চারের বিপরীতে ছয় ৩টি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হ্যাটট্রিক জয় পেতে ১২৫ রান করতে হবে রংপুরকে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735827210-b6c091509ba464df2fa59af39c4c8a94.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হ্যাটট্রিক জয় পেতে ১২৫ রান করতে হবে রংপুরকে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/02/1464179" target="_blank"> </a></div> </div> <p>হ্যাটট্রিক জয়ে শীর্ষস্থানটাও আরো মজবুত করেছে রংপুর। এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে তারা। ৬ পয়েন্টে তালিকার রাজত্ব তাই তাদের হাতেই। এখন পর্যন্ত আর কোনো দলই ৪ পয়েন্ট পায়নি। ঢাকা, সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম কিংস তো এখন কোনো পয়েন্টই পায়নি।</p>