<p>নাটোরের লালপুরে অভিযান চালিয়ে অবৈধ পাঁচটি ইটভাটাকে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ধারায় ওই ইটভাটার মালিকদের ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।</p> <p>বৃহস্পতিবার (২ জানুয়ারি) সেনাবাহিনীর সহযোগিতায় দিনব্যাপী অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব রেজওয়ান উল ইসলাম।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অবৈধ ইটভাটা বন্ধে তিন পার্বত্য জেলার ডিসিকে আইনি নোটিশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2023/06/19/1687170305-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অবৈধ ইটভাটা বন্ধে তিন পার্বত্য জেলার ডিসিকে আইনি নোটিশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2023/06/19/1291406" target="_blank"> </a></div> </div> <p>বিষয়টি নিশ্চিত করে নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় উপজেলার জোকাদহ এলাকার এসবিআর ব্রিকস, আড়মবাড়িয়া এলাকার এসআরবি ব্রিকস, পালিদহ এলাকার এএমডি ব্রিকস, রামকৃষ্ণপুর এলাকার ডিএসএল ও চাকলার চরে সম্রাট ব্রিকস নামে ৫টি অনুমোদনহীন ভাটা ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।</p>