<p>সিলেটের বিশ্বনাথে কৃষিজমির মাটি কাটার দায়ে পৃথক অভিযানে ৫ জনকে আটকের পর জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে পৃথক অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন। </p> <p>ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মাইজপাড়া নোয়াগাঁও ও বন্ধুয়া গ্রামে কৃষিজমির মাটি কাটার অভিযোগে ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (ক) অনুসারে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বালু কিংবা মাটি উত্তোলন করার অপরাধে ১৫ ধারা অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। </p> <p>অপরদিকে, উপজেলার অলংকারি ইউনিয়নের সুলতান বাড়ি টেংরা গ্রামের পতিত কৃষিজমির মাটি কাটার দায়ে ২ জনকে আটক করা হয়। বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত) অনুসারে ধারা ৬ (ঙ) লঙ্ঘন করায় ১৫ (১) অনুসারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লালপুরে অবৈধ ৫ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735831278-49098423b97064a50f80f3802e682a34.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লালপুরে অবৈধ ৫ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/02/1464195" target="_blank"> </a></div> </div> <p>উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, কৃষিজমির মাটি কেটে তারা নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সরকারি আইন অমান্য করে কেউ মাটি বা বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।</p>