<p>বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ অভিনেত্রী বারিশা হক। অভিনয়ের পাশাপাশি তাকে দেখা যায় মডেলিং, উপস্থাপনাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ের কাজে। কিন্তু নানা কারণে এই মডেল বিভিন্নভাবে চর্চায় থেকেছেন সব সময়। তার মধ্যে রয়েছে তার শারীরিক স্থূলতা। একটা সময় অনেকটাই স্লিম ফিগার থাকলেও এক পর্যায়ে তার স্বাস্থ্য বেড়ে গেলে তা নিয়ে শুরু হয় নানা চর্চা। মুটিয়ে গেলেও চেহারা ধরে রাখতে নিজের মতো করে ফিট থাকার চেষ্টা করেছেন এ অভিনেত্রী। আবার নিজেকে খানিকটা আকর্ষণীয় করতে বোটক্সের মতো প্লাস্টিক সার্জারিও করিয়েছেন। </p> <p>সম্প্রতি বোটক্স সার্জারি নিয়ে বেশ বিদ্রুপের মুখে পড়েন বারিশা হক। যদিও তখন চুপচাপই ছিলেন তিনি। কোনো রকম প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি। তবে মনের মধ্যে পুষে রেখেছিলেন ক্ষোভ আর আক্ষেপ। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করে ব্যক্ত করলেন আক্ষেপ। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছেলেকে বুকে নিয়ে যে বার্তা দিলেন শরিফুল রাজ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735639249-fe4b6ac8322918cb0e7ad7255073ed63.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছেলেকে বুকে নিয়ে যে বার্তা দিলেন শরিফুল রাজ</p> </div> </div> </div> </div> </div> <p>সামাজিক যোগাযোগ মাধ্যমে তামান্না ভাটিয়ার কিছু ছবি পোস্ট করে বারিশা লিখেছেন, ‘তামান্না ভাটিয়া আন্তর্জাতিক মানের তারকা; যিনি আমার ও আপনাদেরও প্রিয়। বাংলাদেশের মেয়েদের ও খুব প্রিয়। সে কিন্তু জিরো ফিগার এর নয়, বরং তার শরীরের মেদ নিয়েও স্টেজ এ আকর্ষণীয় পোশাকে সবাইকে মুগ্ধ করে তার প্রতিভায়।’</p> <p>আক্ষেপ জানিয়ে বারিশা আরো লেখেন, ‘তাকে আমাদের দেশের মেয়েরা খুব প্রশংসায় ভাসিয়ে দেয়। সে প্রশংসা পাওয়ারই যোগ্য, তবে আমরা নই। কারণ আমরা অকর্ম, আমরা সব গালাগাল পাওয়ার যোগ্য; কারণ আমরা বলিউড নই, আমরা শ্যাম বাঙালি! ভালোবাসি সবাইকে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জুয়ার প্রচারণায় তোপের মুখে, যা বললেন জান্নাতুল পিয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735627143-5c0458814e34137eb63ccbf40002fac9.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জুয়ার প্রচারণায় তোপের মুখে, যা বললেন জান্নাতুল পিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/31/1463329" target="_blank"> </a></div> </div> <p>২০০৮ সালে বিটিভিতে কুইজ শো এবং বিতর্কে অংশ নেন বারিশা। বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে দীক্ষা নেন। এভাবেই শোবিজ অঙ্গনে শুরু হয় তার যাত্রা। অল্প দিনের পথচলায় নৃত্য ও উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। যদিও-বা এখন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনের কাজ নিয়েই ব্যস্ত বারিশা হক।</p>