তামান্নার সঙ্গে তুলনা করে আক্ষেপের সুরে যা বললেন বারিশা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
তামান্নার সঙ্গে তুলনা করে আক্ষেপের সুরে যা বললেন বারিশা
তামান্না ভাটিয়া ও বারিশা হক

বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ অভিনেত্রী বারিশা হক। অভিনয়ের পাশাপাশি তাকে দেখা যায় মডেলিং, উপস্থাপনাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ের কাজে। কিন্তু নানা কারণে এই মডেল বিভিন্নভাবে চর্চায় থেকেছেন সব সময়। তার মধ্যে রয়েছে তার শারীরিক স্থূলতা।

একটা সময় অনেকটাই স্লিম ফিগার থাকলেও এক পর্যায়ে তার স্বাস্থ্য বেড়ে গেলে তা নিয়ে শুরু হয় নানা চর্চা। মুটিয়ে গেলেও চেহারা ধরে রাখতে নিজের মতো করে ফিট থাকার চেষ্টা করেছেন এ অভিনেত্রী। আবার নিজেকে খানিকটা আকর্ষণীয় করতে বোটক্সের মতো প্লাস্টিক সার্জারিও করিয়েছেন। 

সম্প্রতি বোটক্স সার্জারি নিয়ে বেশ বিদ্রুপের মুখে পড়েন বারিশা হক।

যদিও তখন চুপচাপই ছিলেন তিনি। কোনো রকম প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি। তবে মনের মধ্যে পুষে রেখেছিলেন ক্ষোভ আর আক্ষেপ। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করে ব্যক্ত করলেন আক্ষেপ।
 

আরো পড়ুন
ছেলেকে বুকে নিয়ে যে বার্তা দিলেন শরিফুল রাজ

ছেলেকে বুকে নিয়ে যে বার্তা দিলেন শরিফুল রাজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে তামান্না ভাটিয়ার কিছু ছবি পোস্ট করে বারিশা লিখেছেন, ‘তামান্না ভাটিয়া আন্তর্জাতিক মানের তারকা; যিনি আমার ও আপনাদেরও প্রিয়। বাংলাদেশের মেয়েদের ও খুব প্রিয়। সে কিন্তু জিরো ফিগার এর নয়, বরং তার শরীরের মেদ নিয়েও স্টেজ এ আকর্ষণীয় পোশাকে সবাইকে মুগ্ধ করে তার প্রতিভায়।’

আক্ষেপ জানিয়ে বারিশা আরো লেখেন, ‘তাকে আমাদের দেশের মেয়েরা খুব প্রশংসায় ভাসিয়ে দেয়। সে প্রশংসা পাওয়ারই যোগ্য, তবে আমরা নই।

কারণ আমরা অকর্ম, আমরা সব গালাগাল পাওয়ার যোগ্য; কারণ আমরা বলিউড নই, আমরা শ্যাম বাঙালি! ভালোবাসি সবাইকে।’

আরো পড়ুন
জুয়ার প্রচারণায় তোপের মুখে, যা বললেন জান্নাতুল পিয়া

জুয়ার প্রচারণায় তোপের মুখে, যা বললেন জান্নাতুল পিয়া

 

২০০৮ সালে বিটিভিতে কুইজ শো এবং বিতর্কে অংশ নেন বারিশা। বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে দীক্ষা নেন। এভাবেই শোবিজ অঙ্গনে শুরু হয় তার যাত্রা। অল্প দিনের পথচলায় নৃত্য ও উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। যদিও-বা এখন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনের কাজ নিয়েই ব্যস্ত বারিশা হক।

মন্তব্য

সম্পর্কিত খবর

কলকাতায় হাজির শাহরুখ, মাতবেন আইপিএল উন্মাদনায়

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
কলকাতায় হাজির শাহরুখ, মাতবেন আইপিএল উন্মাদনায়
সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ আর শহরে থাকবেন না কিং খান! এ আবার হয় নাকি? ম্যাচের একদিন আগেই, গতকাল কলকাতায় পৌঁছে গেলেন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান। 

কলকাতা বিমানবন্দরে কিং খান পৌঁছাতেই চারিদিকে ভক্তদের চিৎকার। তিনিও নিরাশ করেননি। ভক্তদের দিকে ফ্লাইং কিস দেন।

হাতও নাড়েন। গাড়িতে দাঁড়িয়ে ভক্তদের ভালোবাসায় ভরিয়ে দেন।

শাহরুখ বেশিরভাগ ম্যাচেই থাকার চেষ্টা করেন। তবে এবার প্রথম ম্যাচেই থাকছেন।

এবার শুরুতেই ইডেনে কেকেআর বনাম আরসিবির ম্যাচ। 

তবে বহু প্রতীক্ষার ১৮তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বৃষ্টির জন্য আটকে রয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে সিএবি এবং কেকেআর কর্তৃপক্ষ।

জানা গেছে, অনুষ্ঠান সূচি অনুযায়ী সন্ধ্যা ৬.১১-তে মাঠে ঢুকবেন শাহরুখ খান।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি, বক্তব্য রাখবেন ২ মিনিট। এর পর ৬.১৩ মিনিটে মঞ্চে উঠবেন শ্রেয়া ঘোষাল। এরপর ৬.৩০ মিনিটে মঞ্চে আসবেন বলিউড তারকা দিশা পাটানি। তারপর পারফর্ম করবেন কর্ণ আউজলা। উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক মাঠে প্রবেশ করবেন।

এর আগে গত মৌসুমে কেকেআর ও আরসিবি ম্যাচ শেষে বিরাট কোহলিকে নিয়ে ঝুমে জো পাঠান গানে নেচেছিলেন শাহরুখ। এবারও তেমনই দৃশ্যের অপক্ষা।

মন্তব্য

বিচ্ছেদের পরও ছায়াসঙ্গী সুস্মিতার প্রাক্তন!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
বিচ্ছেদের পরও ছায়াসঙ্গী সুস্মিতার প্রাক্তন!
সংগৃহীত ছবি

বিচ্ছেদ মানেই দূরত্ব বৃদ্ধি নয়, বন্ধুত্ব বজায় রেখেও যে চলা যেতে পারে, তা প্রমাণ করেছেন সুস্মিতা সেন এবং রহমান শল। বছর তিনেক আগেই বিচ্ছেদের পরেও যেন প্রাক্তন বিশ্ব সুন্দরীর ছায়াসঙ্গী রহমান। 

সম্প্রতি দুজনকে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। রহমানের মন্তব্যে বি টাউনে দানা বেঁধেছে নয়া জল্পনা।

রহমান বলেন, আমরা বন্ধু হিসাবে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। খুবই উপভোগ করেছি। 

সম্পর্ক নিয়ে জল্পনায় কার্যত ইতি টেনে রহমান বলেন, আমি এখন সিঙ্গেল। কিন্তু অতীতে আমার সঙ্গে বড়মাপের এক মানুষের নাম জড়িয়েছিল।

তাই অনেকেই মনে করেন আমি এখনও তার সঙ্গেই আছি। 

এর পর কিছুটা আক্ষেপের সুরে তিনি বলেন, সুস্মিতার সঙ্গে সাক্ষাতে মডেলিংয়ে কিছুটা ক্ষতি হয়। বিনোদন দুনিয়ার অনেকেই মনে করেছিলেন, অভিনয়, মডেলিং থেকে হয়তো মন ঘুরে গেছে আমার। 

তবে সুস্মিতার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তার ভালোই দিন কেটেছে সেকথা স্বীকারও করে নেন রহমান।

২০১৮ সালে রহমানের সঙ্গে পথচলা শুরু সুস্মিতার। এর পর ২০২১ সালে বিচ্ছেদ ঘোষণা করেন তারা। কিন্তু একে-অপরের থেকে দূরে সরে যাননি। বরং বন্ধুত্ব বজায় রেখেছিলেন সুস্মিতা-রহমান। সেই বন্ধুকে নিয়ে বি টাউনের ইতিউতি দেখা যায় রহমান শলকে।

কখনও বা নায়িকার সফরসঙ্গী তিনি। আবার কখনও প্রাক্তন বিশ্ব সুন্দরীকে নিয়ে হাসপাতালে যেতেও দেখা গেছে রহমানকে। 
 

প্রাসঙ্গিক
মন্তব্য

রেড কার্পেটে ‘ভুল’ ইংরেজি বলায় শ্রাবন্তীকে কটাক্ষ!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
রেড কার্পেটে ‘ভুল’ ইংরেজি বলায় শ্রাবন্তীকে কটাক্ষ!
সংগৃহীত ছবি

কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। সেখানে হাজির ছিলেন টলিউডের সব তারকা। গ্ল্যামারাস লুকে এদিন রেড কার্পেটে ধরা দেন শ্রাবন্তী চ্যাটার্জিও। কিন্তু সেখানে তার দেওয়া ছোট্ট সাক্ষাৎকার এখন ভাইরাল।

নেটিজেনদের মতে, অভিনেত্রীর ইংরেজি নাকি দুর্বল। চলছে কটাক্ষের বন্যা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানে সাংবাদিক শ্রাবন্তীকে ইংরেজিতে বলছেন, ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় স্বাগত আপনাকে। আপনাকে খুব মিষ্টি লাগছে।

কোন মুহূর্তের জন্য আপনি মুখিয়ে রয়েছেন?’ এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘মাই ফ্রেন্ডস আর পারফর্মিং সুপার এক্সাইটেড।’ অর্থাৎ আমার বন্ধুরা আজ পারফর্ম করবে, তাই আমি দারুণ উচ্ছ্বসিত।

এরপর যখন তার থেকে জানতে চাওয়া হয় যে তিনি কোনো নির্দিষ্ট একটা পারফরমেন্সের জন্য অপেক্ষা করছেন কী? তখন জানিয়ে দেন তিনি শুভশ্রীর পারফরমেন্সের জন্য মুখিয়ে আছেন।

এরপরই শ্রাবন্তীকে জিজ্ঞেস করা হয়, কোনো একজন নির্দিষ্ট অভিনেতা বা অভিনেত্রীকে যদি সমর্থন করতে হয় তাহলে সেটা কে হবেন? জবাবে তিনি বলেন, ‘সবাই আমার খুব ভালো বন্ধু।

তো আমি চাই ওরা সবাই যেন ওই ব্ল্যাক লেডিকে নিয়ে যেতে পারে। দেখা যাক।’

বর্তমানে এই ভিডিও ভাইরাল। নেটিজেনরা মশকরা করছেন। এক ব্যক্তি লেখেন, ‘বাংলায় জিজ্ঞেস করলেই তো হতো, এত ভয় পেত না।

’ আরেকজন লেখেন, ‘বাংলায় বলার সময় ইংলিশে বলার মতো স্টাইল মেরে বলে আর ইংলিশে বলার সময় এলে বাংলায় বিড়বিড় করে।’ চতুর্থ জনের মতে, ‘রুটিং ফর কথাটার অর্থ বোঝেনি।’ পঞ্চম ব্যক্তি লেখেন, ‘এত খারাপ ইংরেজি কে বলে?’

যদিও অনেকে আবার শ্রাবন্তীকে সমর্থন করেছেন। একজন লেখেন, ইংরেজিকে কবে থেকে আমরা কেবল একটি বিদেশি ভাষা হিসেবে ধরব, কোনও বোদ্ধা হওয়ার স্ট্যান্ডার্ড নয়। দ্বিতীয় ব্যক্তি লেখেন, ইংরেজি না জানা বা তাতে দুর্বল হওয়া কোনও অপরাধ নয়। তৃতীয় জন লেখেন, ভুলটা কী বলল? সেটাই তো খুঁজে পাচ্ছি না।

মন্তব্য

আলিয়া নন, রণবীরের প্রথম স্ত্রী অন্য এক নারী!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আলিয়া নন, রণবীরের প্রথম স্ত্রী অন্য এক নারী!
রণবীর কাপুর ও আলিয়া ভাট (বামে)

বলিউডের পাওয়ার কাপল বলা হয় রণবীর কাপুর-আলিয়া ভাটকে। ফুটফুটে এক কন্যাও রয়েছে জনপ্রিয় এ তারকা দম্পতির। মাঝেমধ্যেই তাদের পারিবারিক বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এবার এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন আলিয়া ভাটের আগেও বিয়ে হয়েছে তার! তার প্রথম স্ত্রীর প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন এই নায়ক।

আর এ ঘটনার পর থেকেই নতুন চর্চা চলছে রণবীর-আলিয়াকে নিয়ে। 

আরো পড়ুন
কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে চাইলে আমাকে সাইনিং করাবেন : মিষ্টি জান্নাত

কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে চাইলে আমাকে সাইনিং করাবেন : মিষ্টি জান্নাত

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা অতীতের এক গোপন কথা ফাঁস করে দাবি করেছেন, আলিয়া তাঁর প্রথম স্ত্রী নন! মাশাবেল ইন্ডিয়ার সাক্ষাৎকারে রণবীর কাপুরকে জিজ্ঞেস করা হয়েছিল, জীবনে কোনও উন্মাদ অনুরাগীর পাল্লায় পড়েছিলেন কিনা? এই প্রশ্নের উত্তরেই অভিনেতা বলেন, ‘উন্মাদ কিনা জানি না, তবে মনে আছে আমার ক্যারিয়ারের একেবারে গোড়ার দিকে একটি মেয়ে আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বিয়ের সমস্ত রীতি পালন করে গিয়েছিল। আমার সঙ্গে যদিও দেখা হয়নি তার। তবে আমাদের ওয়াচম্যান আমাকে ঘটনাটা জানিয়েছিলেন।

সেই মেয়েটি একেবারে পুরোহিত ডেকে বিয়ের সমস্ত আচার পালন করেছিল আমার গেটের সামনে দাঁড়িয়ে। আসলে ও আমাকে নয়, আমার গেটটাকেই বিয়ে করেছিল।’

সেই বিয়ের প্রসঙ্গে রণবীর বলেন, ‘ওই বাংলোতেই তখন মা-বাবার সঙ্গে থাকতাম আমি। কিন্তু সেদিন ঘটনাচক্রে আমি মুম্বাইয়ে ছিলাম না।

পরে জানতে পারি, মেয়েটি গেটে তিলক কেটে মন্ত্র পড়ে, ফুল ছিটিয়ে আমাকে বিয়ে করে গিয়েছে।” 

আরো পড়ুন
‘ট্যালেন্ট থাকলে ডাকবেই’, সিন্ডিকেট প্রসঙ্গে মিলা

‘ট্যালেন্ট থাকলে ডাকবেই’, সিন্ডিকেট প্রসঙ্গে মিলা

 

ট্যা

সেই মেয়ের সম্পর্কে রণবীর আরো বলেন, ‘আমার তো সেই প্রথম স্ত্রীর সঙ্গে কোনওদিন দেখা হয়নি। হয়তো কোনওদিন দেখা হবে ভবিষ্যতে।’ বলিউড সুপারস্টারের সেই মন্তব্যই বর্তমানে চর্চার শিরোনামে।

২০২২ সালের এপ্রিল মাসে আলিয়া ভাটের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রণবীর কাপুর।

সেইবছরই মেয়ে রাহার জন্ম হয়। বলিউডের একসময়ের সেই ‘ফ্ল্যামবয়েন্ট’ রণবীর কাপুর বাবা হওয়ার পর যেন অনেকটা থিতু! তবে অতীতের জন্য আজও খোঁটা শুনতে হয় রণবীর কাপুরকে। এবারও সেই নারী ভক্তের কথা বলে চর্চায় এলেন অভিনেতা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ