<p>দেশের আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ আলাদা হয়ে গেছেন গত বছর। দুজনের বিচ্ছেদের পর তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য পরীমনির কাছেই রয়েছে। বলতে গেলে ছেলেকে আগলে রেখেই বেঁচে আছেন পরীমনি। মায়ের সঙ্গে রাজ্য’র নানারকম সময় কাটানোর ভিডিও অনুরাগীরা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু বাবা রাজের সঙ্গে সেভাবে দেখা যায়নি রাজ্যকে। বিশেষ কোনো দিনেও সন্তানের পাশে দেখা মেলেনি বাবা রাজের। যেসব ঘটনা নিয়ে আক্ষেপও শোনা গেছে পরীর কণ্ঠে। একইসঙ্গে ক্ষোভও ছিল প্রাক্তন স্বামীর প্রতি। তবে এবার ছেলের সঙ্গে সময় কাটাতে দেখা গেল শরিফুল রাজকে।</p> <p>এক ভিডিওতে দেখা যায়, ছেলেকে নিয়ে ঘুরছেন বাবা রাজ। গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনসুটিতে মেতে ওঠেন বাবা-ছেলে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেছেন রাজ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘মানসিকভাবে ভেঙে পড়েছিলাম’, দুঃসহ স্মৃতিচারণা গাল গ্যাডটের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735634410-a16af0b91dc400762098b2ba76513cf2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘মানসিকভাবে ভেঙে পড়েছিলাম’, দুঃসহ স্মৃতিচারণা গাল গ্যাডটের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/31/1463360" target="_blank"> </a></div> </div> <p>মানসিকভাবে</p> <p>সোমবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে অভিনেতা লিখেছেন, ‘আমার ছেলের প্রতি আমি কীভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি! পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী। তোমাকে ভালোবাসি আমার চ্যাম্প।’ পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছাও জানান রাজ।</p> <p><iframe frameborder="0" height="400" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fimsarifulrazz%2Fvideos%2F1246572269771546%2F" width="600"></iframe></p> <p>এদিকে রাজের সঙ্গে ছেলেকে দেখে ভক্তদের মনে উঁকি দিচ্ছে নতুন প্রশ্ন। তবে কি পরী-রাজের কলহ মিটতে যাচ্ছে? কেউ কেউ ধারণা করছেন, হয়তো সন্তানের টানেই সম্পর্কের বরফ গলছে রাজ-পরীর। যদিও দুজনের মুখ থেকে আশা জাগানোর মতো কিছু শোনা যায়নি এখনও। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জুয়ার প্রচারণায় তোপের মুখে, যা বললেন জান্নাতুল পিয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735627143-5c0458814e34137eb63ccbf40002fac9.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জুয়ার প্রচারণায় তোপের মুখে, যা বললেন জান্নাতুল পিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/31/1463329" target="_blank"> </a></div> </div> <p>২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন এই তারকা জুটি। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে সন্তান। এর এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটে রাজ-পরী দম্পতি। সংসার ভাঙনের পর সন্তানকে নিজের কাছেই রেখে দেন পরীমণি। ছেলের সকল দেখভালের দায়িত্ব নিজ হাতে তুলে নেন তিনি। অন্যদিকে রাজ ব্যস্ত হয়ে পড়েন তার ব্যক্তিগত জীবন নিয়ে।</p>