<p>নান্দনিক নির্মাণে তুলে ধরেছেন দেশের জনপ্রিয় তারকা শিল্পীদের। একের পর এক চমক উপহার দিয়েই যাচ্ছেন তিনি। সাধারণ দর্শকদের কাছে তার কাজ প্রশংসিত হয়েছে। তিনি নির্মাতা সঞ্জয় সমাদ্দার। গত বছর ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ ও বাংলাদেশের অভিনেত্রী মিমকে নিয়ে বানিয়েছেন নিজের প্রথম ছবি। আর প্রথম ছবি দিয়েই প্রসংসিত সঞ্জয় সমাদ্দার। এবার হাত দিয়েছেন নিজের দ্বিতীয় কাজে। আর এটি হবে দেশের মাটিতে।</p> <p>অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী তানজিন তিশাকে জুটি করেই নিজের পরবর্তী ছবি করতে যাচ্ছেন এ নির্মাতা। আর এ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখাতে চলেছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এর আগে সঞ্জয়ের নির্দেশনায় একাধিক নাটকে কাজ করেছেন তিশা। এবার ক্যারিয়ার প্রথম ছবিও করতে যাচ্ছেন তার হাত ধরেই।</p> <p>সঞ্জয় জানান, প্রযোজক দেশের বাইরে আছেন। দেশে ফিরলেই তিশার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করবেন। এখন চলছে চিত্রনাট্য তৈরির কাজ। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তারকাদের ভাবনায় এবারের বিপিএল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735531740-9df9467592929e57378f9cc3e1beb630.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তারকাদের ভাবনায় এবারের বিপিএল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/30/1462958" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নতুন বছর বক্স অফিস হবে ‘কিয়ারাময়’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735467317-aef79ed91045ea27ea5ae5ca9fc815f1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নতুন বছর বক্স অফিস হবে ‘কিয়ারাময়’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/29/1462664" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>ছবিটির প্রসঙ্গে নিমার্তা বলেন, ‘অনেক দিন থেকেই ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ করছি। বাংলাদেশে এটাই হবে আমার প্রথম ছবি। তাই দর্শকদের সেরাটা উপহার দিতে চাই। তিশা আমার সঙ্গে অনেক নাটকে কাজ করেছেন। একসঙ্গে প্রথম সিনেমাতে কাজ করব এবার।’</p> <p>ক্যারিয়ারে ৩০টির মতো বেশি নাটক  নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। এরমধ্যে ‘যে শহরে টাকা ওড়ে’, ‘গেইম ওভার’, ‘পলিটিক্স’, ‘আপনার ছেলে কী করে?’ ‘শিফট’, ‘ভালো থাকুক ভালোবাসা’, ‘সুখ পাখি’ ও 'দাগ' এর  মতো আলোচিত কাজ করেছেন তিনি।</p>