নান্দনিক নির্মাণে তুলে ধরেছেন দেশের জনপ্রিয় তারকা শিল্পীদের। একের পর এক চমক উপহার দিয়েই যাচ্ছেন তিনি। সাধারণ দর্শকদের কাছে তার কাজ প্রশংসিত হয়েছে। তিনি নির্মাতা সঞ্জয় সমাদ্দার।
নান্দনিক নির্মাণে তুলে ধরেছেন দেশের জনপ্রিয় তারকা শিল্পীদের। একের পর এক চমক উপহার দিয়েই যাচ্ছেন তিনি। সাধারণ দর্শকদের কাছে তার কাজ প্রশংসিত হয়েছে। তিনি নির্মাতা সঞ্জয় সমাদ্দার।
অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী তানজিন তিশাকে জুটি করেই নিজের পরবর্তী ছবি করতে যাচ্ছেন এ নির্মাতা। আর এ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখাতে চলেছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এর আগে সঞ্জয়ের নির্দেশনায় একাধিক নাটকে কাজ করেছেন তিশা। এবার ক্যারিয়ার প্রথম ছবিও করতে যাচ্ছেন তার হাত ধরেই।
সঞ্জয় জানান, প্রযোজক দেশের বাইরে আছেন। দেশে ফিরলেই তিশার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করবেন। এখন চলছে চিত্রনাট্য তৈরির কাজ।
ছবিটির প্রসঙ্গে নিমার্তা বলেন, ‘অনেক দিন থেকেই ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ করছি। বাংলাদেশে এটাই হবে আমার প্রথম ছবি।
ক্যারিয়ারে ৩০টির মতো বেশি নাটক নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। এরমধ্যে ‘যে শহরে টাকা ওড়ে’, ‘গেইম ওভার’, ‘পলিটিক্স’, ‘আপনার ছেলে কী করে?’ ‘শিফট’, ‘ভালো থাকুক ভালোবাসা’, ‘সুখ পাখি’ ও 'দাগ' এর মতো আলোচিত কাজ করেছেন তিনি।
সম্পর্কিত খবর
দীর্ঘ ৬ বছর পর ভারতীয় সিনেমায় ফিরলেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। ফিরেই দখল করলেন সেরার আসন। দীর্ঘদিন ধরে রাজত্ব করা দীপিকা পাড়ুকোনকে সরিয়ে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা এখন তিনি। নিজের আসন্ন সিনেমার জন্য রেকর্ড গড়া পারিশ্রমিক নিয়েছেন প্রিয়াঙ্কা।
বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুরের মতো তারকারা তাঁদের অভিনয়ের দক্ষতায় দর্শকদের মন জয় করেছেন। কিন্তু পারিশ্রমিকের দিক থেকে সবাইকে পিছনে ফেলে দিলেন প্রিয়াঙ্কা। সাধারণত পুরুষ অভিনেতাদের তুলনায় নায়িকাদের পারিশ্রমিক কম দেওয়ার রীতি প্রচলিত।
দীর্ঘ ছয় বছর পর এস এস রাজামৌলির পরবর্তী সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন প্রিয়াঙ্কা। এতে মুল ভূমিকায় দেখা যাবে মহেশ বাবুকে।
এর আগে দীপিকা পাড়ুকোন তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’র জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, যা তাকে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীর তালিকায় রেখেছিল। তবে প্রিয়াঙ্কা এবার সেই জায়গা দখল করলেন। শুধু ভারতীয় সিনেমা নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি নজির গড়েছেন। তাঁর হলিউড ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর জন্য তিনি নিয়েছিলেন ৪১ কোটি টাকা!
এই পরিসংখ্যানই প্রমাণ করছে যে বলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিকের মাপকাঠি বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের অন্যতম পথপ্রদর্শক হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা চোপড়া! বলিউডের অনেক নায়কের ভাগ্যেও এই পারিশ্রমিক জোটে না যা প্রিয়াঙ্কা নিতে চলেছেন।
কয়েক দিন বাদেই ঈদ। আর ঈদকে ঘিরে বেশ ব্যস্ত সময় করছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সদ্যই উন্মুক্ত হয়েছে তার নতুন গান ‘মায়া মায়া লাগে’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বালাম।
আসিফ ইকবালের কথায় গানটির মিউজিক করেছেন আকাশ সেন। এটি ব্যবহৃত হয়েছে কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে।
গানটি প্রসঙ্গে ন্যান্সি কালের কণ্ঠকে বলেন, ‘আমার আশপাশের মানুষজনের কাছ থেকে প্রশংসা পাচ্ছি।
তিনি আরো বলেন, ‘এই গানের মাধ্যমে ১৫ বছর পর বালামের সঙ্গে প্লেব্যাক করা হয়েছে। আমাদের দুজনকে দিয়ে যে একসঙ্গে গাওয়ানো যেতে পারে, এটাও হয়তো অনেকে ভাবেনি। অমি ভেবেছেন তাই একটা সুন্দর গান হয়েছে।
এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন আরেকটি গান নিয়ে আসছেন ন্যান্সি। দীর্ঘ ক্যারিয়ারে কখনো তিনি ঈদের গান করেননি, এবারই প্রথমবার ঈদ নিয়ে গান করেছেন।
গানের শিরোনাম ‘ঈদ এলো রে’। কাজী বেননূরের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এহসান রাহী। গানটিতে ন্যান্সি সঙ্গে কণ্ঠ দিয়েছেন মিলন।
ঈদের গান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে কখনো ঈদের গান করা হয়নি। এবারই প্রথম করেছি। গানটিও বেশ চমৎকার, সবার কাছে ভালো লাগবে।’
এবারের ঈদটা অন্য রকম কাটবে বলেই জানান এই গায়িকা। ঈদের আগে গানে গানেই সময় কাটাচ্ছেন ন্যান্সি ও তার মেয়ে রোদেলা। কিছুদিন আগে রোদেলারও একটি গান উন্মুক্ত হয়েছে ‘অকারণ’ শিরোনামে। এটিও শ্রোতা-দর্শকরা বেশ পছন্দ করেছেন। সব মিলিয়ে এবার তারা অন্য রকম ঈদ আমেজেই থাকবেন বলা যায়।
জানা গেছে, ন্যান্সি ও তার মেয়ে রোদেলা দুজনেরই আরো বেশ কিছু গান প্রস্তুত রয়েছে। যা শিগগিরই প্রকাশ করা হবে।
দেশে বহুমুখী প্রতিভাধর তারকা অনেকেই আছেন। তবে সমান্তরালে একই সময়ে তাদের দুই ভূমিকায় সেভাবে পাওয়া যায় না। যেমনটা এবারের ঈদে ঘটছে। ঈদে বেশ কিছু তারকার বহুমুখী প্রতিভার দেখা পাবেন দর্শক-শ্রোতারা।
বড়পর্দার নায়ক সিয়াম আহমেদ অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ঈদে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি ‘জংলি’।
‘ইত্যাদি’র এই গান দিয়ে গায়িকা হিসেবে অভিষেক হতে চলেছে জান্নাতুল সুমাইয়া হিমির। ছোটবেলা থেকে গানের চর্চা করে এসেছেন তিনি। তবে এই প্রথম পূর্ণাঙ্গরূপে গাইলেন।
অভিনেতা ও গায়ক দুই পরিচয়েই সাফল্য পেয়েছেন ফজলুর রহমান বাবু। এই ঈদেও তাঁকে পাওয়া যাবে উভয় ভূমিকায়। মেহেদী হাসান হৃদয়ের ছবি ‘বরবাদ’-এ অভিনয় করেছেন তিনি। ঈদের সবচেয়ে আলোচিত এ ছবির নায়ক শাকিব খান। সঙ্গে আছেন আরো অনেক দাপুটে অভিনয়শিল্পী। ছবির বাইরে বাবুকে পাওয়া যাবে গানে, ইত্যাদিতে। মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপড়েন নিয়ে একটি গান গেয়েছেন তিনি। ব্যতিক্রম ধাঁচের এ গানের অভিনয়েও দেখা যাবে তাঁকে। সঙ্গে থাকবেন মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র্যাপার মাহমুদুল হাসান।
তাহসান রহমান খান-প্রথমত গায়ক, দ্বিতীয়ত অভিনেতা। মাঝে অভিনয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। তবে সম্প্রতি ফের মনোযোগী হয়েছেন গানে। একের পর এক গানে পাওয়া যাচ্ছে তাঁকে। ‘জংলি’ ছবির ‘জনম জনম’ গেয়েছেন তিনি। প্রিন্স মাহমুদের কথা-সুরের গানটিতে তাঁর সহশিল্পী আতিয়া আনিসা। ঈদের আরেক ছবি শিহাব শাহীনের ‘দাগি’তেও রয়েছে তাহসানের গান। এটি তাঁর সঙ্গে গেয়েছেন মাশা ইসলাম। সাদাত হোসাইনের কথায় গানটির সুর-সংগীত করেছেন সাজিদ সরকার। দুই গানের বাইরে অভিনেতা তাহসানও আছেন। ঈদ উপলক্ষে একটি স্মার্টফোন ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তিনি। দিন কয়েক আগে সেটির প্রচার শুরু হয়েছে।
গত বছরের এপ্রিলে অভিনয়ে অভিষেক হয়েছিল গায়িকা জেফার রহমানের। মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে। এই ঈদে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। শিহাব শাহীনের সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন তিনি। শুধু অভিনয়ই নয়, সিরিজটির গানেও আছেন জেফার। ‘বৈয়ম পাখি ২.০’ শিরোনামের গানটি জেফারের সঙ্গে গেয়েছেন সিরিজের অভিনেতা নাসির উদ্দিন খান। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।
অভিনয় দিয়ে নিজেকে বলিউডের প্রথম সারিতে নিয়ে এসেছেন কিয়ারা আদভানি। এখন তিনি পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ। জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন কিয়ারা, মা হতে যাচ্ছেন। এমন সিদ্ধান্তের জন্য সম্প্রতি একটি ছবির কাজ ছেড়ে দিয়েছেন।
তাতেও আফসোস নেই অভিনেত্রীর। এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় নাম লেখাতে চলেছেন কিয়ারা। পাল্লা দিতে চলেছেন দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে!
এবার তাকে দেখা যাবে দক্ষিণী তারকা যশের বিপরীতে।
তবে কিয়ারার আগে এই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন।
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন দীপিকা। সেই জায়গায় কিয়ারা ‘টক্সিক’র জন্য পারিশ্রমিক চেয়েছেন ১৫ কোটি।
প্রিয়াঙ্কা চোপড়াকেও এবার দেখা যাবে দক্ষিণী ছবিতে। এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে তিনি নাকি ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন।
প্রসঙ্গত, ‘টক্সিক’ ছাড়া হৃতিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’ ছবিতেও দেখা যাবে কিয়ারা আদভানিকে।