<p style="text-align:justify">জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের বিচার ও ছাত্র সংসদ (জাকসু) কার্যকরের দাবিতে আমরণ অনশনে বসেছেন এক শিক্ষার্থী।</p> <p style="text-align:justify">অনশনরত জিয়াউদ্দিন আয়ান বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। মাওলানা ভাসানী হলের এই আবাসিক ছাত্র আজ রবিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেন।</p> <p style="text-align:justify">বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৫ জুলাই জাবির উপাচার্যের বাসভবনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গত সেপ্টেম্বর মাসে তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।</p> <p style="text-align:justify">অনশনরত শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর যারা নৃশংসভাবে হামলা করেছে এবং যারা হামলায় মদদ দিয়েছে, এখন পর্যন্ত তাদের বিচার নিশ্চিত হয়নি।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘হামলাকারীরা প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রমাণ থাকা সত্ত্বেও মামলার কোনো প্রস্তুতি নেই। সেপ্টেম্বরে তদন্ত কমিটি গঠিত হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘আমাদের জুলাই বিপ্লবের যে ৯ দফা ছিল সেটার মধ্যে ৭ নম্বর দফা ছিল প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কার্যকর করা। তবে গত ৩৩ বছর ধরে জাকসু নেই। আজকের মধ্যেই জাকসু নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচন কমিশন গঠন করতে হবে।’</p> <p style="text-align:justify">বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ উপস্থিত হয়ে অনশনকারীর সঙ্গে কথা বলেন। এ সময় সোহেল আহমেদ বলেন, ‘তদন্ত কমিটির কাছ থেকে আমরা জেনেছি, আগামী ৭ জানুয়ারির মধ্যে প্রাথমিক এবং ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আগামীকাল জাকসু নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করবেন উপাচার্য।’</p>