<p>নারায়ণগঞ্জের ফতুল্লায় থার্টিফার্স্ট নাইটের কনসার্ট ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় (২০) নামের এক যুবক খুন হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। </p> <p>নিহত হৃদয় ফতুল্লা থানার পাগলা বউ বাজার এলাকার হাবির মিয়ার পুত্র। আহতরা হলেন- সানি (২০), আপন (২১) ও রাব্বি (২৫)।</p> <p>নিহত হৃদয়ের বন্ধু সাব্বির জানান, বুধবার রাত সোয়া ১২টার দিকে নিজেদের এলাকায় তারা কয়েকজন বন্ধু মিলে থার্টিফার্স্ট নাইট পালন করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার ৭-৮ জন যুবক এসে তাদের মারধর করেন। একপর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে পালিয়ে যান। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা হৃদয় মারা গেছেন বলে জানান।</p> <p>তবে এলাকাবাসী সূত্রে জানা যায়, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেলস্টেশন সংলগ্ন খেলার মাঠে পাশাপাশি দুই ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করা হয়। এ কারণে উভয় গ্রুপের সদস্যরা কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় একজনের মৃত্যু হয়। </p> <p>এ বিষয়ে ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।</p>