চট্টগ্রামে শহীদ ওয়াসিম উড়াল সড়ক চালু

  • টোল আদায় কার্যক্রম উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে শহীদ ওয়াসিম উড়াল সড়ক চালু

টোল আদায়ের মাধ্যমে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে (উড়ালপথ) আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু হয়েছে। সাড়ে ১৩ মাস আগে তৎকালীন সরকারের আমলে তড়িঘড়ি করে এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হলেও নির্মাণ কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়ায় দীর্ঘদিন যান চলাচল করতে পারেনি। গতকাল শুক্রবার টোল আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু হয়েছে। এটি বন্দর নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

 

গতকাল শুক্রবার সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্তে টোল আদায় কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এর আগে নবনির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নতুন নামফলক উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে প্রথম নিহত চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরামের স্মরণে ‘শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক’।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ও চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি প্রমুখ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের স্মরণে স্মৃতিচিহ্ন তৈরি করছি। যেন সারা দেশের মানুষ ও আগামী প্রজন্ম তাঁদের অবদানের কথা জানতে পারে, স্মরণ করতে পারে। চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম শাহাদাতবরণ করেছিলেন যিনি, সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু। আমরা সারা দেশে যাঁরা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাতবরণ করেছেন, তাঁদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি।

এদিকে উদ্বোধনের পর চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম টোল দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এরপর সিডিএ চেয়ারম্যান মো. নুরুল করিমও টোল দিয়ে পার হন। এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে ১০ ধরনের যানবাহন চলাচল করতে পারবে। তবে মোটরসাইকেল ও ট্রেইলার চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

নগরের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয়েছে চার হাজার ২৯৮ কোটি টাকা।

 

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক হচ্ছেন ঢাকা কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক হচ্ছেন ঢাকা কলেজের অধ্যক্ষ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক হচ্ছেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। সেই হিসাবে ঢাকা কলেজ ক্যাম্পাসই হচ্ছে নতুন এ বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স (সদর দপ্তর)। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রশাসক পদে সাত কলেজের অধ্যক্ষদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

এরপর অধ্যাপক ইলিয়াসকে প্রশাসক পদে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে শিগগির নিয়োগ দিয়ে আদেশ জারি করা হবে। ইউজিসির একজন কর্মকর্তা জানান, অন্তর্বর্তী প্রশাসন গঠনের পর সাতটি কলেজে কো-অর্ডিনেশন ডেস্ক করা হবে। সেই ডেস্ক পরিচালনার দায়িত্বে থাকবেন প্রশাসক তথা ঢাকা কলেজের অধ্যক্ষ।
তাঁর নিজ কলেজে বসে তিনি সব দায়িত্ব সামলাবেন।

মন্তব্য

মুসলমানদের নিপীড়নের প্রতিবাদে আগামীকাল হেফাজতের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মুসলমানদের নিপীড়নের প্রতিবাদে আগামীকাল হেফাজতের সমাবেশ

মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটি। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশের ঘোষণা দেওয়া হয়। গতকাল বুধবার হেফাজতে ইসলাম বাংলাদেশ এসংক্রান্ত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছে। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনে বর্বর দখলদার ইসরায়েলের নৃশংস গণহত্যা এবং ভারতে মুসলমানদের ওপর ক্রমবর্ধমান হামলা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, মুসলিম উম্মাহর এই চরম সংকটময় মুহূর্তে নীরব থাকা মানবতাবিরোধী অপরাধের শামিল। তাই শান্তিপূর্ণ এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি।

মন্তব্য

জুলাই অভ্যুত্থানে আহতদের সহায়তায় ২০ লাখ ইউরো দিচ্ছে ইইউ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাই অভ্যুত্থানে আহতদের সহায়তায় ২০ লাখ ইউরো দিচ্ছে ইইউ

জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে গুরুতর আহত আট হাজারজনকে সহায়তা দিতে একটি প্রকল্প চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রকল্পে ২০ লাখ ইউরো বরাদ্দ দিচ্ছে ইইউ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পটি গতকাল বুধবার চালু হয়েছে। এতে সহায়তা করবে বাংলাদেশ সরকার।

প্রকল্পটির নাম দ্য পাথওয়েজ টু হিলিং : এ সারভাইভার সেন্ট্রেড অ্যাপ্রোচ টু অ্যাড্রেস ভায়োল্যান্স অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশনস। ২০২৬ সালের আগস্টের আগ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। আহতদের পুনর্বাসন ও চিকিৎসাসেবা দেওয়া হবে। এ ছাড়া যাঁরা শারীরিক প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন, তাঁদের সহায়ক উপকরণ সরবরাহ করা হবে।
আক্রান্তদের ঔষধজাত পণ্য, অগ্রাধিকার ভিত্তিতে মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং নিশ্চিত করা হবে। এ ছাড়া উপার্জন খাতে বৈচিত্র্য আনতে সহায়তা করা হবে বলে জানিয়েছে ইইউর দূতাবাস। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

মন্তব্য

মোটরসাইকেল কিনতে এসআই-এএসআইদের সুদমুক্ত ঋণ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোটরসাইকেল কিনতে এসআই-এএসআইদের সুদমুক্ত ঋণ দেবে সরকার

পুলিশের উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) র‌্যাংকের কর্মকর্তাদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। পুলিশের জন্য ৩৬৪টি পিকআপ ভ্যান এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনা হবে। ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়া হবে। এর মাধ্যমে পুলিশ বাহিনীতে বিদ্যমান বিভিন্ন সমস্যা দূর করে সুবিধা নিশ্চিত করার ব্যাপারে উদ্যোগ নেবে সরকার।

গতকাল বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এসব তথ্য জানিয়েছেন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ