<p>সিরাজগঞ্জের কাজিপুরে প্রকাশ্যে যানবাহন থেকে চাঁদা আদায়কালে সাত যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের আলমপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।</p> <p>আটকরা হলেন- কাজিপুরের আলমপুর এলাকার হৃদয় বাবু (২২), শাওন হাসান (১৯), হৃদয় হাসান (১৯), মো. সোহেল (২২), বেলাল (৩০), সজীব (১৯) রুবেল (৩০)। তারা কাজিপুর পৌরসভার নামে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে টোল আদায় করছিলেন।</p> <p>এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ১৬৩ টাকা, আটটি মোবাইল ফোন ও চাঁদা আদায়ের বিভিন্ন রঙের বেশ কিছু রসিদ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে  দেওয়া হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৪৮৩৬ ইটভাটা চলছে ঘুষে, দূষিত হচ্ছে পরিবেশ-ধ্বংস জীববৈচিত্র্য" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730864430-290d7fdf3a2a633c062fff90cf93ff21.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৪৮৩৬ ইটভাটা চলছে ঘুষে, দূষিত হচ্ছে পরিবেশ-ধ্বংস জীববৈচিত্র্য</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/06/1443357" target="_blank"> </a></div> </div> <p>কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান, আটক ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাস্তায় চলাচলকারী সব যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছিলেন। এমন তথ্য পেয়ে কাজিপুর আর্মি ক্যাম্পের (ভারপ্রাপ্ত) ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। </p>