<p>ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বরের সমর্থকদের বাড়িতে এই হামলা ও ভাঙচুর করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাহিদুজ্জামান সাহিদের সমর্থকরা। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ২৪ ডিসেম্বর সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হামিদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ নেতা সাহিদুজ্জামান সাহিদের সমর্থকরা। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষও হয়। এরই ধারাবাহিকতায় গতকাল আওয়ামী লীগ নেতা সাহিদের দুই শতাধিক সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে হারুনের সমর্থকদের বসতবাড়ি ঘিরে হামলা চালায়। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান সাকিল বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’</p> <p> </p> <p> </p>