বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আওয়ামী লীগ গত তিনটি নির্বাচন ভোটবিহীন করেছে। দিনের ভোট রাতে করিয়েছে। ডামি ভোট করেছে আর দেশে গুন্ডাতন্ত্র চালু করেছিল। শুক্রবার (২১ মার্চ) শহরের সরকারি গার্লস স্কুল মাঠে আসন্ন ঈদ উপলক্ষ্যে গরীব ও অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী এবং শাড়ি, লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরো পড়ুন
লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
মোনায়েম মুন্না বলেন, 'এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা যে অত্যাচার করেছে, শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও মহানগর আওয়ামী লীগ নেতা শাহ নিজামসহ তাদের দোসররা এই এলাকায় যে গুন্ডামি করেছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এরকম সন্ত্রাসী কার্যক্রম কেও করতে পারবে না। আওয়ামী লীগের ফ্যাসিস্ট, সহযোগী সন্ত্রাসী, ক্যাডার বাহিনী যারা এখনও নারায়ণগঞ্জে অবস্থান করছেন তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।'
আরো পড়ুন
হিথ্রো বিমানবন্দর বন্ধ : মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট
আওয়ামী লীগের অনুপ্রবেশকারী বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মুন্না বলেন, 'বিএনপি তথা অঙ্গ সংগঠনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কাওকে কোনো প্রকার প্রবেশের সুযোগ দেওয়া যেই চিহ্নিত হবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কারো ক্ষমা নেই। কেউ যদি গোপনে অন্যায়ভাবে ফ্যাসিস্টদের সহযোগিতা করতে চায় তারা অবশ্যই চিহ্নিত হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। জনগণের জন্য রাজনীতি, জনগণের জন্যেই কাজ করতে হবে।'
মোনায়েম মুন্না আরো বলেন, 'বাংলাদেশের চলমান পরিস্থিতিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মানুষের কল্যাণে কাজ করছেন। যেখানেই দুর্ঘটনা ঘটছে সেখানেই যোগাযোগ রাখছেন, তাদের পাশে থাকার চেষ্টা করছেন। আগামী দিনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এমনটি থাকবে না।
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে, তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে, তিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। কোনো ধরনের বিশৃঙ্খলা করে কেও পার পাবে না। কোনো অন্যায়কারী পার পাবে না।'
আরো পড়ুন
হিমালয়ে বরফ গলা বৃদ্ধিতে হুমকি বাড়ছে বাংলাদেশে
জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব, সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ প্রমুখ।