<p>প্রচুর পুষ্টিগুণে ভরপুর কলা, তা আমাদের প্রায় সবারই জানা। কলা খাওয়ার পর সেটির খোসা সাধারণত আমরা ফেলে দিই। কিন্তু বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে এই কলার খোসা। সেগুলি কী কী? চলুন, জেনে নিই।</p> <p>১. অনেকেই বসার ঘর বা ব্যালকনিতে গাছ সাজিয়ে রাখেন। আর এই গাছের পাতা অনেক সময়ই ধুলাবালি পড়ে নোংরা হয়ে যায়। বেশি পানি দিয়ে পাতাগুলো পরিষ্কার করলে তা গাছের জন্য ক্ষতিকর হতে পারে। তাই গাছের পাতা পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন কলার খোসা। এভাবে পাতাগুলো পরিষ্কার যেমন হবে, তেমনি ধুলোময়লা গাছের পাতায় জমার সম্ভাবনাও কমবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কলার মোচার দারুণ সুস্বাদু ৫টি পদ, জেনে নিন রেসিপি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/11/11/1731299666-35d4e2b2f9438d27d37e56e200e18c29.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কলার মোচার দারুণ সুস্বাদু ৫টি পদ, জেনে নিন রেসিপি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/11/11/1445288" target="_blank"> </a></div> </div> <p>২. জুতা পালিশের ক্ষেত্রেও কলার খোসার কোনো বিকল্প নেই। একবার কলার খোসার ভেতরের সাদা অংশ দিয়ে জুতা ঘষে নিলে একেবারে চকচকে হয়ে উঠবে।</p> <p>৩. দাঁতের ঔজ্জ্বল্য ধরে রাখার জন্য কলার খোসার কোনো বিকল্প নেই। দাঁত পরিষ্কার করার জন্য মাজনের চেয়েও বেশি কাজে দেয় কলার খোসা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কলা খেলে কি ওজন বাড়ে?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731676204-8645dd35025c0f6ec75c788f99e7a854.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কলা খেলে কি ওজন বাড়ে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/11/15/1446975" target="_blank"> </a></div> </div> <p>৪. কলার খোসা দিয়েই পরিষ্কার করে ফেলতে পারেন চামড়ার ব্যাগ, বেল্ট। কলার খোসার মধ্যে থাকা সাদা অংশ চামড়ার ব্যাগ ও বেল্টের ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করে।</p> <p>৫. ত্বকের যত্নে এই খোসা অত্যন্ত উপযোগী। কলার খোসা বেটে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে ঘষুন। মুখের কালো দাগ বা বলিরেখা দূর হবে সহজে। ত্বককে মসৃণ করতেও কলার খোসা অত্যন্ত দরকারি। শুষ্ক ত্বকে কলার খোসার ভিতরের অংশ লাগিয়ে রাখুন। কিছু ক্ষণ পর শুকিয়ে এলে মুখ ধুয়ে ফেলুন। ত্বক মোলায়েম হবে।</p>