<p>ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জয়নুল উৎসব ২০২৪’। গতকাল শুক্রবার সকালে চারুকলা প্রাঙ্গণে মেলা ও প্রদর্শনী উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে এ উৎসব।</p> <p>বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ২৯ ডিসেম্বর এই উৎসবের আয়োজন করে চারুকলা অনুষদ। এবার দুই দিন আগেই উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় চিত্রশিল্পী ও ঢাবির ইমেরিটাস অধ্যাপক হাশেম খান, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে প্রকৌশলী মইনুল আবেদিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর সাইফুদ্দীন আহমেদসহ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং শিল্পীরা উপস্থিত ছিলেন।</p> <p>গতকাল সকালে অনুষদের মাঠে মেলার উদ্বোধনের পর অতিথিরা শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, প্রিন্টমেকিং, ওরিয়েন্টাল আর্ট, সিরামিকসহ সব বিভাগের শিক্ষকদের আঁকা ছবি ও কাজ। উৎসবের আরেক আকর্ষণ জয়নুল মেলায় দেশের নানা প্রান্তের শিল্পীরা অংশ নিয়েছেন। মেলায় নানা রকম লোক ও কারুশিল্পের পসরা সাজিয়ে বসেছেন অনেকে। চারুকলা অনুষদের শিক্ষার্থীরাও নিজেদের হাতের কাজ নিয়ে মেলায় অংশ নিয়েছেন। রবিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।</p>