<p>বিপিএল শুরু হতে আর ২৪ ঘন্টার একটু বেশি সময় বাকি। আজ সকাল থেকেই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় টিকেটের জন্য ভীড় দেখা যায়। টিকিট নিয়ে দর্শকদের একটা অংশকে স্টেডিয়ামের মূল ফটকে বিক্ষোভ করতেও দেখা যায়। এরপরই টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। একইসঙ্গে টিকিট কেনার উপায় এবং স্থানও জানানো হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেষ সময়ে বিপিএলে দল পেলেন মৃত্যুঞ্জয়-বাবু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735450145-d83c26a7d080d20989f45e0b11f6e55b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেষ সময়ে বিপিএলে দল পেলেন মৃত্যুঞ্জয়-বাবু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/29/1462590" target="_blank"> </a></div> </div> <p>আজ (রোববার) বেলা ১২টায় এক বিবৃতিতে টিকিট ক্রয় সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে।</p> <p>জানা গেছে, টিকিট বিক্রির পুরো দায়িত্ব দেওয়া হয়েছে মধুমতী ব্যাংককে। তাদের ৭টি শাখায় বিক্রি হবে টিকিট। টিকেট মিলবে স্টেডিয়ামের ১নং গেটের পাশের বুথে। সরাসরি টিকিট নিচের মধুমতি ব্যাংক পিএলসি শাখাগুলোর মাধ্যমে পাওয়া যাবে :  <br /> মিরপুর শাখা (মিরপুর ১১), মতিঝিল শাখা (ঢাকা চেম্বার বিল্ডিং),  উত্তরা শাখা (জহির উদ্দিন রোড), গুলশান শাখা (গুলশান ১ ও ২ এর মাঝখানে), ধানমন্ডি শাখা (পুরনো রোড ২৭), কামরাঙ্গিরচর শাখা, ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট বিল্ডিং)। </p> <p>অন্যদিকে, অনলাইনে টিকিট নেওয়া যাবে অফিসিয়াল এই <a href="https://www.gobcbticket.com.bd/">ওয়েবসাইট</a> থেকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মেলবোর্ন টেস্টে ইতিহাস গড়লেন বুমরাহ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735447979-dca02c4b5c19f53ca188beb575f95c9b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মেলবোর্ন টেস্টে ইতিহাস গড়লেন বুমরাহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/29/1462585" target="_blank"> </a></div> </div> <p>এবার বিপিএলে টিকিটের সর্বনিম্ন দাম দুইশ টাকা। এছাড়া চারশ টাকায় দেখা যাবে নর্থ ও সাউথ স্ট্যান্ড থেকে। </p> <p><strong>টিকেট মূল্য</strong><br /> গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার): ২০০০ টাকা<br /> গ্র্যান্ড স্ট্যান্ড (আপার): ২০০০ টাকা<br /> ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক): ১০০০ টাকা<br /> ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা<br /> ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক): ১০০০ টাকা<br /> ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড): ৫০০ টাকা<br /> ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা<br /> সাউদার্ন গ্যালারি: ৩০০ টাকা<br /> নর্দার্ন গ্যালারি: ৩০০ টাকা<br /> ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা<br /> ক্লাব হাউস সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন): টিকিট মূল্য ৬০০ টাকা।   </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিপিএলের টিকিট নিয়ে বিক্ষোভ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735450660-cc6f5b20a89d222939c1bb8ed99e1e47.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিপিএলের টিকিট নিয়ে বিক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/29/1462593" target="_blank"> </a></div> </div> <p> </p>