<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপ যে কাজ করছে, তা সদকায়ে জারিয়া। কোরআনের কোনো কোনো আয়াতে মহান আল্লাহ দান-সদকাকে ক্ষয়হীন ব্যবসার সঙ্গে তুলনা করেছেন। ব্যবসায় যেমন বিনিয়োগ করে লাভবান হওয়া যায়, তেমনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান-সদকাও এক ধরনের বিনিয়োগ, যার প্রতিদান মানুষকে বহুগুণে ফেরত দেন পরকালে। দুনিয়ার ব্যবসায় ক্ষতির আশঙ্কা থাকলেও আখিরাতের জন্য করা এই বিনিয়োগের ক্ষয় নেই। মাদারীপুরে অসহায় ২০ নারীকে প্রশিক্ষণ শেষে বিনা মূল্যে সেলাই মেশিন দেওয়া হলো আজ। তারা এই মেশিনের মাধ্যমে নানা ধরনের কাপড় সেলাই করে যা উপার্জন করবেন, সেটি কিছুটা হলেও সংসারের চাহিদা মেটাতে সহায়ক হবে। সারা দেশের মতো মাদারীপুরেও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে বসুন্ধরা গ্রুপ। দেশের বিভিন্ন জায়গায় বহু অসচ্ছল নারীকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দিচ্ছে। এটি একটি মহৎ কাজ। এই মহৎ কাজের পুরস্কার আল্লাহর তরফ থেকে প্রাপ্ত হয়। এ ছাড়া করোনার সময় বসুন্ধরা গ্রুপ যেসব মানবিক কার্যক্রম চালিয়েছে, তা প্রশংসার দাবিদার। অসহায় মানুষের পাশে বসুন্ধরা গ্রুপ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে এমন প্রত্যাশা করছি। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ সব ধরনের মানবিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা খাতে ব্যাপক ভূমিকা রেখে চলছে। মাদারীপুরে সমাজের পিছিয়ে পড়া শিশুদের লেখাপড়ার জন্য বসুন্ধরা শুভসংঘ স্কুল নির্মাণ, বিনা মূল্যে বই-খাতা প্রদান, স্কুল ড্রেস প্রদান করেছে। এখানে লেখাপড়ার সুযোগ পাচ্ছে অতিদরিদ্র পরিবারের সন্তানরা। মানবিক কাজে এই প্রতিষ্ঠান দেশে একটি ইতিহাস সৃষ্টি করেছে। তাদের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাদারীপুর সদর উপজেলার পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।</span></span></span></span></p>